Bank Director's Training Course ব্যাংক পরিচালকগণের প্রশিক্ষণ কোর্স
- মো জেহাদ উদ্দিন
- Feb 12, 2021
- 3 min read

১। কোর্সের পটভূমি
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকসমূহ দেশের আর্থিক খাতে সেবা প্রদান করে আসছে। উক্ত ব্যাংকসমূহে সরকার মনোনীত পরিচালকদের অভিজ্ঞতা ও দক্ষতা বিবেচনা করে পরিচালক হিসাবে নিয়োগ দেয়া হয়। তাদের জ্ঞান, প্রজ্ঞা ও কর্মদক্ষতার উপর এসব প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। প্রতিষ্ঠানসমূহের আইন-কানুন, বিধি-বিধান, কার্য পদ্ধতি ইত্যাদি সম্পর্কে পরিচালকগণের সম্যক ধারণা থাকা আবশ্যক। এছাড়া, নন-পারফরমিং লোন, কর্পোরেট গভর্নেন্স, ঝুঁকি ব্যবস্থাপনা, মানি লন্ডারিং, প্রযুক্তি নির্ভর আর্থিক সেবার প্রসারসহ এতদসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে তাদেরকে অধিকতর দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণের আবশ্যকতা রয়েছে। উল্লিখিত প্রেক্ষাপটে ইতোপূর্বে পরিচালকগণের ১ম পরিচালক প্রশিক্ষণ কোর্স (১ম ব্যাচ ১৮-২৫ নভেম্বর, ২০১৮ এবং ২য় ব্যাচ ০২-০৬ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত) এবং ২য় পরিচালক প্রশিক্ষণ কোর্স (১ম ব্যাচ ২৪-২৮ ফেব্রুয়ারি, ২০১৯ এবং ২য় ব্যাচ ০৩-০৭ মার্চ, ২০১৯ পর্যন্ত) অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় উক্ত ৩য় পরিচালক প্রশিক্ষণ কোর্সের (০৭-১১ ফেব্রুয়ারি, ২০২১ খ্রি. পর্যন্ত) আয়োজন করা হয়েছে।
মন্ত্রণালয়ে হাজারো কাজের ভিড়ে এবং সবগুলো কাজ ঠিকভাবে সামাল দিয়ে অত্যন্ত সফলভাবে আমরা ভার্চুয়ালি পরিচালক প্রশিক্ষণ কোর্সটি সম্পন্ন করতে পেরেছি। এজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।
একটি কাজ সফলভাবে সমাপ্তির মধ্যে কী যে তৃপ্তি পাওয়া যায় তা বলাই বাহুল্য। প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ যখন অকপটে আমাদের আয়োজনের প্রশংসা করছিলেন তখন স্বর্গীয় আনন্দ অনুভব করেছি এবং সামনের দিনগুলোতে আরও বেশি করে কাজ করার অনুপ্রেরণা পেয়েছি।
এ প্রশিক্ষণ কোর্স আয়োজনের জন্য সিনিয়র সচিব মহোদয় মন্ত্রণালয়ে যে কমিটি গঠন করে দিয়েছিলেন আমি সেই কমিটির সদস্য-সচিব। এ প্রশিক্ষণ কোর্সে সাহায্য করার প্রস্তাব দিয়েছিল আন্তর্জাতিক বড় একটি সংস্থা। বিনয়ের সাথে বলেছিলাম, এ ধরনের প্রশিক্ষণ প্রদানের মতো দক্ষতা ও যোগ্যতা বাংলাদেশের আছে। সহযোগিতার প্রয়োজন হলে নিশ্চয়ই আমরা নেব, তবে এ পর্যায়ে নয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব এবং মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থাসহ আমার সহকর্মীদের আন্তরিক সহযোহিতায় অত্যন্ত সাফল্যের সাথে এ প্রশিক্ষণ কোর্স আমরা সম্পন্ন করেছি। এ প্রশিক্ষণের মাধ্যমে ব্যাংকসমূহের পরিচালকগণ যেভাবে সমৃদ্ধ ও অনুপ্রাণিত হয়েছেন তা বাংলাদেশের ব্যাংকিং খাতের উন্নয়নে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
২। এক নজরে কোর্স পরিচিতি
ক। কোর্সের নামঃ ৩য় পরিচালক প্রশিক্ষণ কোর্স, ২০২১ (ভার্চুয়াল প্লাটফর্ম)
খ। কোর্সের মেয়াদঃ ০৭-১১ ফেব্রুয়ারি, ২০২১ খ্রি.
গ। কোর্সের সময়ঃ প্রতিদিন সকাল ১১:০০-১২:৩০ মিনিট এবং বিকাল ২:০০-৩:৩০ মিনিট
ঘ। কোর্স পরিচিতি ও সূচনা বক্তব্যঃ জনাব মোঃ আসাদুল ইসলাম, সিনিয়র সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
ঙ। কোর্স উপদেষ্টাঃ জনাব এ.বি.এম রূহুল আজাদ, অতিরিক্ত সচিব (কেন্দ্রীয় ব্যাংক), আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
৩। কোর্সের রিসোর্স পার্সনদের নাম
১। জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী, কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ
২। জনাব গকুল চাঁদ দাস, প্রাক্তন অতিরিক্ত সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
৩। জনাব আহমেদ জামাল, ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক
৪। জনাব মোঃ আতাউর রহমান প্রধান, এমডি এন্ড সিইও, সোনালী ব্যাংক লিমিটেড/সুভাষ চন্দ্র দাস, সিএফও, সোনালী ব্যাংক লি.
৫। জনাব মোঃ ওবায়েদ উল্লাহ আল-মাসুদ, এমডি এন্ড সিইও, রূপালী ব্যাংক লিমিটেড
৬। জনাব মোঃ আলী হোসেন প্রধানিয়া, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ কৃষি ব্যাংক
৭। ড. মোঃ মাঈন উদ্দীন, চেয়ারম্যান, ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৮। জনাব আবু ফরাহ মোঃ নাছের, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক।
৯। জনাব মোঃ মাহমুদ হাসান, মহাব্যবস্থাপক (আইটি), অগ্রণী ব্যাংক লিমিটেড।
৪। প্রশিক্ষণার্থী/পরিচালকদের তথ্য
মোট প্রশিক্ষণার্থী/পরিচালকের সংখ্যাঃ ১৩ টি ব্যাংকের ৩৬ জন। (সোনালী-০৩জন, জনতা-০৩জন, অগ্রণী-০৩জন, রূপালী-০১জন, বিডিবিএল-০১জন, বেসিক-০২জন, বিকেবি-০২জন, রাকাব-০৫জন, আনসার-০১জন, কর্মসংস্থান-০৫জন, প্রবাসী-০৭জন, পল্লী সঞ্চয়-০২জন ও আইএফআইসি-০১জন সর্বমোট=৩৬জন)
৫। কোর্সের টপিক এবং রিসোর্স পারসন
১. বাংলাদেশের অর্থ ব্যবস্থাপনা, মুদ্রানীতি ও রাজস্বনীতি: জনাব মোহাম্মদ মুসলিম চৌধূরী, বাংলাদেশের মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক।
২. ব্যাংক ও আর্থিক খাতের আইন ও বিধি-বিধান (কোম্পানী আইন, ১৯৯৪, ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১, অর্থঋণ আদালত আইন, ২০০৩, এন আই এ্যাক্ট, ১৮৮১, পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা): জনাব মোঃ ওবায়েদ উল্লাহ আল-মাসুদ, এমডি এন্ড সিইও, রুপালী ব্যাংক লিমিটেড।
৩. মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ: জনাব আবু হেনা মো. রাজী হাসান, প্রধান কর্মকর্তা, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
৪. বৈশ্বিক অতিমারী কোভিড-১৯ জনিত অর্থনৈতিক অভিঘাত মোকাবেলায় সরকার প্রদত্ত আর্থিক প্রণোদনা: জনাব আবু ফরাহ মোঃ নাছের, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক।
৫. ঋণ/বিনিয়োগ ব্যবস্থাপনা (প্রস্তাব প্রণয়ন/মূল্যায়ন, শ্রেণীকরণ, পূনঃ তফসিলকরণ, অবলোপন, সুদ মওকুফ ইত্যাদি) এবং বিভিন্ন আর্থিক অনুপাত ও তার তাৎপর্: জনাব আহমেদ জামাল, ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক।
৬. মানব সম্পদ ব্যবস্থাপনা (নিয়োগ-পদোন্নতি, শৃঙ্খলামূলক ব্যবস্থা, পদায়ন পরিকল্পনা ইত্যাদি), বিভাগীয় মামলা এবং কোর্ট মামলা: জনাব গকুল চাঁদ দাস, প্রাক্তন অতিরিক্ত সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
৭. তথ্য প্রযুক্তি ভিত্তিক আর্থিক সেবা (মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, ইএফটি, আরটিজিএস এটিএম, ডেবিট-ক্রেডিট কার্ড ইত্যাদি), বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাপনা, এতদসংক্রান্ত আর্থিক সেবা এবং ঋণের জামানত: জনাব মো: মাহমুদ হাসান, মহাব্যবস্থাপক (আইটি), অগ্রণী ব্যাংক লিমিটেড।
৮. ব্যাংক ব্যবস্থাপনা এবং কর্পোরেট গভর্নেন্স: জনাব মোঃ আতাউর রহমান প্রধান, এমডি এন্ড সিইও, সোনালী ব্যাংক লিমিটেড/সুভাস চন্দ্র দাস, সিএফও, সোনালী ব্যাংক লি.।
৯. ব্যাংকের সার্বিক ঝুঁকি ব্যবস্থাপনা (ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা, দায়-সম্পদ ঝুঁকি: ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রা ঝুঁকি ব্যবস্থাপনা, তারল্য ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং পরিপালন ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য ও প্রযুক্তি ঝুঁকি ব্যবস্থাপনা, পরিবেশগত ঝুঁকি ব্যবস্থাপনা): জনাব মোঃ আলী হোসেন প্রধানিয়া, এমডি, বাংলাদেশ কৃষি ব্যাংক।
১০. ব্যাংকিং খাতের খেলাপি ঋণ হ্রাসের লক্ষ্যে সুপারিশমালা: ড. মোঃ মাঈন উদ্দীন, চেয়ারম্যান, ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
Comments