নারী দিবসে।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Mar 8, 2022
- 1 min read

(৮ মার্চ ২০২২ আন্তর্জাতিক নারী দিবসে রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে নারী কর্মকর্তাদের সঙ্গে কেক কাটাসহ সংক্ষিপ্ত অনুষ্ঠানে কবি)
আমার কন্যা, আমার জননী
তোমরাই আমার চোখের মণি
তোমরা ধরনীর শুষ্ক মরুতে
আশা সঞ্চারী উদ্যান।
তোমাদের সদা জানাই সালাম
তোমাদের করি নিত্য প্রণাম
তোমাদের স্নেহ-সঞ্চারী তরুতে
শুনি জীবনের জয়গান।।
Comments