দরদী নবী ।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jun 8, 2022
- 1 min read
ও মানুষ! তুই যাঁর উসিলায় বেঁচে আছিস
চিনলি না তাঁরে, ওরে বুঝলি না তাঁরে!
তিনি যে নূরনবী মোহাম্মদ সাল্লে আলা
সব সৃষ্টি যে চিনে তাঁরে।
এই যে তোর আলো বাতাস বৃক্ষ লতা ফল
তোর মেঘ বৃষ্টি রৌদ্র ছায়া সাগর নদী জল
তুই কার উসিলায় পেলি এসব
জানলি না তাঁরে, ও মন মানলি না তাঁরে।।
আকাশ জমিন গ্রহ তারা জানে তাঁহার নাম
সদা পড়ে সবে দরূদ মিলে জানায় যে সালাম
সকল সভায় গুঞ্জরিয়া উঠে তাঁহার নাম-
মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আহা তুই বুঝলি না তাঁরে।।
তুই আপন পর চিনলি না রে, রাখলি না খবর
ও মন! কার নামে রহম ঝরে কার হাতে কওসর
তোর লাগি কে দয়া চাহে খোদার দরবারে
চিনলি না তাঁরে, ও মন! বুঝলি না তাঁরে!
(ঢাকা ০৮ জুন ২০২২; চলার পথে)
Yorumlar