সিরাজামমুনীরা।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Aug 11, 2022
- 1 min read

শোন হে জগদ্বাসী
তোমাদের মাঝে এসেছিলেন এক আল আমীন
তাঁরেই মোরা ভালোবাসি
তিনি জগতের করুণা রাহমাতাল্লিল আলামীন।
কান পেতে শোন রে
কি বলেন কোরআনুল কারীমে রাব্বুল আলামীন
শোন দিলের কানে রে
'অ মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামীন'।
জীব জড় সকলেরে
তিনি দিলেন অধিকার যা কখনও পায়নি তারা
নিকষ কালো আঁধারে
নূরের জ্যোতি হয়ে বহালেন আলোর ঝর্ণা ধারা।
যখন ত্রাহি ত্রাহি করে
মাগে ভিক্ষা সব সৃষ্টি, মুক্তির আকূলতায় জাগে বিনিদ্র রজনী আহা রে
সিরাজামমুনীরা তিনি, মুক্ত করেন পরম সোহাগে।
[ঢাকা, ১১ আগস্ট ২০২২]
[টীকা:
সিরাজামমুনীরা-উজ্জ্বলতম প্রদীপ
'অ মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামীন'। ইহা আল কোরআন এর বাণী। এর অর্থ, (হে নবী)! আমি তো আপনাকে সকল জাহানের রহমত ভিন্ন অন্য কোনো কারণে প্রেরণ করিনি। সূরা আম্বিয়া, আয়াত ১০৭]]
Comments