top of page

সিরাজামমুনীরা।। মোঃ জেহাদ উদ্দিন


শোন হে জগদ্বাসী

তোমাদের মাঝে এসেছিলেন এক আল আমীন

তাঁরেই মোরা ভালোবাসি

তিনি জগতের করুণা রাহমাতাল্লিল আলামীন।


কান পেতে শোন রে

কি বলেন কোরআনুল কারীমে রাব্বুল আলামীন

শোন দিলের কানে রে

'অ মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামীন'।


জীব জড় সকলেরে

তিনি দিলেন অধিকার যা কখনও পায়নি তারা

নিকষ কালো আঁধারে

নূরের জ্যোতি হয়ে বহালেন আলোর ঝর্ণা ধারা।


যখন ত্রাহি ত্রাহি করে

মাগে ভিক্ষা সব সৃষ্টি, মুক্তির আকূলতায় জাগে বিনিদ্র রজনী আহা রে

সিরাজামমুনীরা তিনি, মুক্ত করেন পরম সোহাগে।


[ঢাকা, ১১ আগস্ট ২০২২]


[টীকা:

সিরাজামমুনীরা-উজ্জ্বলতম প্রদীপ

'অ মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামীন'। ইহা আল কোরআন এর বাণী। এর অর্থ, (হে নবী)! আমি তো আপনাকে সকল জাহানের রহমত ভিন্ন অন্য কোনো কারণে প্রেরণ করিনি। সূরা আম্বিয়া, আয়াত ১০৭]]

Recent Posts

See All
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page