তুমিই একা জেগে আছ।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- May 19, 2021
- 1 min read

কোথায় গেল শৌর্য তোমার
কোথায় গেল আস্তিন
চোখের 'পরে ডুবছে তোমার
পুণ্যভূমি ফিলিস্তিন।
কেমন করে চিন্তাবিহীন
করছ তুমি বসবাস
লুটেরা সব লুটছে তোমার
প্রথম কেবলা মুকাদ্দাস।
তোমার জমিন দখল করে
নাম দিয়াছে ইসরাইল
তোমার পুতঃ রক্তে সেথায়
ডুবছে জমির সকল আইল।
অস্ত্র ওদের খেলাধূলা
অস্ত্র যেন প্রীতিভোজ
অস্ত্র দিয়ে মারছে ওরা
নিরস্ত্রদের হররোজ।
শান্তি কোথায় শান্তি নাহি
দস্যু বাজায় সাইরেন
চোরের সাথী সকল চোরা
ভেটো মারে বাইডেন।
আরব জাহান কল্কে টানে
ডুবে যখন ফিলিস্তিন
আমরা অবুঝ শক্তি নাহি
কেঁদে কেঁদে কাটে দিন।
কোথায় গেল মুসলমান
কোথায় গেল সে ঈমান
ভোগ বিলাসে মত্ত সবে
সব হারামী নাফরমান।
ইয়া আল্লাহ তুমি রক্ষা কর
নির্যাতিত মজলুমে
তুমি ই একা জেগে আছ
আর সকলে ঘোরঘুমে।
----
ঢাকা, ১৯ মে ২০২১
Nice