top of page

তুমিই একা জেগে আছ।। মোঃ জেহাদ উদ্দিন



কোথায় গেল শৌর্য তোমার

কোথায় গেল আস্তিন

চোখের 'পরে ডুবছে তোমার

পুণ্যভূমি ফিলিস্তিন।


কেমন করে চিন্তাবিহীন

করছ তুমি বসবাস

লুটেরা সব লুটছে তোমার

প্রথম কেবলা মুকাদ্দাস।


তোমার জমিন দখল করে

নাম দিয়াছে ইসরাইল

তোমার পুতঃ রক্তে সেথায়

ডুবছে জমির সকল আইল।


অস্ত্র ওদের খেলাধূলা

অস্ত্র যেন প্রীতিভোজ

অস্ত্র দিয়ে মারছে ওরা

নিরস্ত্রদের হররোজ।


শান্তি কোথায় শান্তি নাহি

দস্যু বাজায় সাইরেন

চোরের সাথী সকল চোরা

ভেটো মারে বাইডেন।


আরব জাহান কল্কে টানে

ডুবে যখন ফিলিস্তিন

আমরা অবুঝ শক্তি নাহি

কেঁদে কেঁদে কাটে দিন।


কোথায় গেল মুসলমান

কোথায় গেল সে ঈমান

ভোগ বিলাসে মত্ত সবে

সব হারামী নাফরমান।


ইয়া আল্লাহ তুমি রক্ষা কর

নির্যাতিত মজলুমে

তুমি ই একা জেগে আছ

আর সকলে ঘোরঘুমে।

----

ঢাকা, ১৯ মে ২০২১

Recent Posts

See All
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

1 Comment


nizam.lava.finance
nizam.lava.finance
May 19, 2021

Nice

Like

পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page