হে করুণার রাসূল (সাঃ)
- মো জেহাদ উদ্দিন
- Sep 30, 2021
- 1 min read
হে করুণার রাসূল! আমায়
স্বপ্নে দেখা দিও
তোমার পথের যাত্রী করে
তোমার নায়ে নিও।।
তোমার আগমনের রেখা যে আকাশে উদিল
আঁধার কেটে সুবেহ সাদেক যেখানে ফুটিল
সে পুবদেশের উম্মত আমি
তুমিই আমার প্রিয়।।
আমার দিবস কাটে কাজের ভিড়ে তোমার ফিকিরে
রাত্রি কাটে কেঁদে কেঁদে প্রেমের অশ্রু বহে ধীরে
আমি যদি পথ হারাই গো
পথের দিশা দিও।।
হে করুণার রাসূল! আমায়
স্বপ্নে দেখা দিও
তোমার পথের যাত্রী করে
তোমার নায়ে নিও।।
মোঃ জেহাদ উদ্দিন
(ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২১। হাঁটার পথে)
Comments