আল্লাহ নামে বিভোর।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Nov 7, 2021
- 1 min read
আমি আল্লাহ নামে বিভোর থাকি
(দেখি) তাঁরই লেখাজোকা
আল্লাহ ছাড়া আমার মাঝে
যায় না কিছুই দেখা।।
আমি আল্লাহুতে মিশে আছি
আল্লাহ আমার মাঝে
আমি আল্লাহ পাকের হুকুম মেনে
চলি সকল কাজে।
আল্লাহকে যে দেখে না ভাই
সেই তো চরম বোকা।।
আমি আল্লাহ নামে বিভোর থাকি
(দেখি) তাঁরই লেখাজোকা।।
আল্লাহ নামের ঝাণ্ডা লয়ে
বিশ্বজাহান ঘোরে
কাহার এমন সাধ্য আছে
(থাকে) আল্লাহ থেকে দূরে
সৃষ্টি জগত দেখে চলুক
(সবার) তৌহিদী সুর শেখা।।
আমি আল্লাহ নামে বিভোর থাকি
(দেখি) তাঁরই লেখাজোকা।।
ঢাকা। ৭ নভেম্বর ২০২১
Comments