শেষ বিদায়।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Dec 1, 2021
- 1 min read
যেদিন বাজবে বিদায় ঘণ্টা ধ্বনি আসবে নিশি অন্ধকার নাম ধরে আর ডাকবে না কেউ বলবে বিদায় হে মুর্দার।। যেদিন বাজবে বিদায় ঘণ্টা ধ্বনি আসবে নিশি অন্ধকার। সেদিন আপনজনের চোখের কোণে জমবে বিদায় অশ্রুখানি ওগো আসবে যারা দেখতে আমায় ফেলবে নীরব চোখের পানি অজানা এক কবর দেশের আমি যাত্রী হব শেষ খাটিয়ার।। যেদিন বাজবে বিদায় ঘণ্টা ধ্বনি আসবে নিশি অন্ধকার। সেদিন সাঙ্গ হবে আমার ভবের সকল লেনাদেনা ও ভাই বুঝব সেদিন আল্লাহ বিনে আমার আপন আর কেহ নাই ওগো তাঁর ই কাছে যাচি আমি রহমতের ভাণ্ডার সদাই।। কুল আলমের বাদশাহ তিনি পরমপ্রিয় প্রভু আমার।। যেদিন বাজবে বিদায় ঘণ্টা ধ্বনি আসবে নিশি অন্ধকার।। ঢাকা, ১ ডিসেম্বর ২০২১
Comments