অন্ধকারে আলোর দিশারী।। ঋজু দেবনাথ(রাজন)
- বাঙলাকথা
- May 20, 2021
- 1 min read

মানুষ যখন অমানিশায় নিমগ্ন মহান স্রষ্টা কবি নজরুল'কে পাঠালেন সমাজের অরাজক পরিস্থিতিতে নৈসর্গিক আলোর দিশারী করে মুক্তির আলোকবর্তিকা হাতে। জনপদ যখন অবিচার ব্যভিচারে লিপ্ত অজ্ঞতা অসভ্যতার চোরাবালিতে নিমগ্ন নজরুলের এলেন শাশ্বত বার্তা লয়ে দেখালেন নিপীড়িত মানুষকে শান্তির স্বপ্ন। মোর হৃদয়ের ছান্দিক স্পন্দনে মোর প্রতিটি নিঃশ্বাসে নজরুল'কে জপি নজরুলীয় শাশ্বত বাণী নিরন্তর মোর অন্তরে বাজে। নজরুলের শক্তি দিয়ে নিজেকে খুঁজে পাই প্রত্যহ নিশীথে সকাল দুপুর সাঁঝে। আমি যখন গমন করলাম সাহিত্যিক পথে ক্ষিপ্র বেগের নজরুলের স্বর্গীয় রথে, দেখেছি নজরুলের চেতনা শক্তি তাই'তো নজরুলের শ্রীচরণে সদা রাখি ভক্তি। নজরুলের মহা-মহিমায় আমি মহিমান্বিত নজরুলের নৈসর্গিক আলোতে আলোকিত সকল মানবীয় গুণাবলীতে গুণান্বিত। আমি আবেশিত নজরুলের আদর্শের দীপ্তিতে, আমি বিমোহিত নিবিষ্ট নজরুলীয় আধ্যাত্মিক দর্শনে। আমি চমৎকৃত, আমি আবিষ্ট নজরুলের অলৌকিক জ্ঞানের বিশালতায়। আমি নজরুলের পরম জীবনাদর্শে বিস্মিত, আমি প্রতিটি নজরুলের চিরন্তন বাণীতে সকল মানবের উজ্জ্বল ভবিষ্যৎ। যতই ভাবি নজরুল'কে লয়ে আমি যেন নজরুলীয় মহিমায় অবাক হয়ে যাই, যেনো স্বয়ং কবি নজরুলের প্রতিচ্ছবি আমার জীবনাদর্শে খুঁজে পাই। আমি নহে জাগতিক শিক্ষায় শিক্ষিত আমি শিক্ষিত হলাম নজরুলীয় শিক্ষায়। তাই'তো আমি নজরুল শিক্ষায় সর্বশ্রেষ্ঠ মহাজ্ঞানী, নজরুল প্রদত্ত জ্ঞানে গুণে জগতের শীর্ষ ধনী। মোর হৃদয়ে নজরুল বিদ্যায় সর্বোশ্রেষ্ঠ ভান্ডারি, আমি বিনম্র চিত্তে স্বীকার করি মহা সংকটে নজরুল মোর একমাত্র কাণ্ডারি। তারিখঃ ২০ মে ২০২১ইং
Comments