আঁধার রাতের মশাল।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Nov 11, 2022
- 1 min read

আমরা আঁধার রাতে মশাল জ্বালাই
আমরা আলোর সেনানী
আমরা নতুন দিনের আজান শোনাই
পিয়াই কাওসারের পানি।।
ও ভাই আমাদের এই যাত্রা পথের
কোনোই সীমা নাই
আমরা সামনে চলি দৃপ্ত পায়ে ভাই
গায়েবী নজরানায়
আমরা জুলুম থেকে সবাইকে ভাই
আলোয় লই টানি।।
আমরা ভয় করি না মৃত্যুক্ষুধা
ভয় করি না কিছুই
আঁধার যতই আসুক তেড়ে
আমরা চলব নূরের আলোয়
আমরা ফেরদাউস এর যাত্রী সবাই
এই কথা ভাই জানি।।
[ঢাকা ১০ নভেম্বর ২০২২; হাঁটার পথে]
Comments