আকুতি।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- May 30, 2022
- 1 min read

আমার আকুতি শোন হে প্রভু বড়ই কাঙাল আমি এই ভব দরিয়া পার কর হে, তুমি যে আমার স্বামী। তুমি আমার মাওলা ওগো তুমি বিহনে নাই হাওলা তোমার প্রেমে পাগল আমি হয়েছি আশিক বাউলা আমার হৃদকমলে তোমার আসন ওগো অন্তর্যামী।। ওগো শূন্যে মহাশূন্যে আমি যে এক পথিক ভাসমান তুমি আমার আশ্রয় ওগো তুমি আমার মাবুদ রহমান। আমি তোমার তরে কাঁদি প্রভু নিত্য দিবসযামী। ঢাকা, ২১ মার্চ ২০২২, হাঁটার পথে।
Comments