আজ আল কুদস দিবস
- মো জেহাদ উদ্দিন
- Apr 29, 2022
- 1 min read

আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার-আল কুদস দিবস।
মুসলমানদের প্রথম কেবলা পবিত্র বায়তুল মুকাদ্দাসকে দখলমুক্ত করার আন্দোলনের প্রতীকী দিন এটি। মসজিদুল আকসা বা বায়তুল মুকাদ্দাস বছরের পর বছর ইহুদিদের দখলে রয়েছে। ফিলিস্তিনের মূল অধিবাসীদের অধিকাংশকে বিতাড়িত করে ১৯৪৮ সালের ১৫ মে ইহুদিরা সেখানে অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠা করে।
১৯৬৭ সালে ইসরাইল বায়তুল মুকাদ্দাস দখল করে। এরপর থেকে বায়তুল মুকাদ্দাসকে দখলমুক্ত করার জন্য সমর্থন আদায়ের লক্ষ্যে আল কুদস দিবস পালিত হয়ে আসছে। পবিত্র রমজানের শেষ জুমার দিনকে আল কুদস দিবস হিসেবে পালন করা হচ্ছে।
আন্তর্জাতিক আল কুদস দিবস ইমাম খোমেনির আহ্বানে ১৯৭৯ সালে ইরানে প্রথম শুরু হয়েছিল। এ দিবস পালনের উদ্দেশ্য হল ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ, জায়নবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ এবং ইসরাইল কর্তৃক জেরুজালেম দখলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ। জেরুজালেম শহরের অপর নাম ‘কুদস’ বা ‘আল কুদস’।
Comentarios