আজ তাঁর জন্মদিন।। খিলখিল কাজী
- খিলখিল কাজী
- Oct 9, 2022
- 2 min read

আজ ৯ই অক্টোবর আমাদের প্রাণপ্রিয় বাবা উপমহাদেশের গোল্ডেন ভয়েস কাজী সব্যসাচীর জন্মদিন।
আমাদের অনেক সৌভাগ্য হয়েছিল এমন একজন বাবা পেয়েছিলাম। দাদুর সামনে প্রায় কবিতা আবৃত্তি করতেন। তখন থেকেই দাদুর কবিতার সঙ্গে পরিচিতি লাভ করি।
ছোট বেলায় এত বুঝিনি কিন্তু একটু বড় হয়ে বুঝলাম বাবা কত বড় মাপের শিল্পী ছিলেন। ঐ রকম কণ্ঠ যে কণ্ঠ শুনলে বার বার শুনতে ইচ্ছে হতো। কতো যে ছাত্র ছাত্রী বাড়িতে আসত আবৃত্তি শিখতে তা লিখে বোঝাতে পারবো না। কতো ফিল্ম এর আর্টিস্ট রা আসতেন বাবার কাছে কণ্ঠের অনুশীলন নিতে।
বাবা বহু ফিল্ম এ কণ্ঠ দিয়েছেন ডকুমেন্ট ফিল্ম এ অনেক কণ্ঠ দিয়েছেন একদিন একটা মজা হল, আমরা বাবা কে না জানিয়ে সিনেমা দেখতে গেলাম মিষ্টি ও ছিলো বাপি আমাদের ছোট ভাই ও অনেক ছোট ছিল ওকেও নিতাম মাঝে মাঝে যাই হোক সিনেমা হলে পৌছালাম তখন তো বাবা হাতে অত বেশি টাকা দিতেন না। এক টাকা ২ টাকা বড় জোর ৫ টাকা অনেক বেশি ছিল আমাদের জন্য তারপর আমাদের স্কুলের পুরোনো বই বিক্রি করে ও সিনেমা দেখেছি সে এক আলাদা অনুভুতি।
যাই হক সিনেমা শুরু হওয়ার আগে ট্রেইলর দেখাতো তো হঠাৎ শুনলাম বাবার কণ্ঠ একটা সরকারি ডকুমেন্ট এ বলছেন কি অপূর্ব কণ্ঠ আমরা তো অবাক বাবা কথা বলছেন আর আমরা সবাই চিৎকার করে বলা শুরু করলাম বাবা বাবার ভয়েস হলে যত লোকজন ছিলো হা করে আমাদেরকে দেখছে। যেই সেদিকে খেয়াল হলো আমরা চুপ হয়ে গেলাম কিন্তু গর্বে বুক টা ভরে যাচ্ছিল।
উত্তম কুমার বাবার বন্ধু ছিলেন দাদুর জন্মদিনে সি আই টি রোডের ফ্ল্যাট এ আসতেন দাদু কে দেখতে মনে শুধু তিনিই নন্ সারা কলকাতার শিল্পীরা বাড়িতে আসতেন। কি যে আনন্দঘন মুহূর্ত ছিলো আজও মনে গেথে আছে।
এমন দাদু এমন বাবা পেয়েছি আমরা ধন্য বাঙালি শিল্প সংস্কৃতি ধন্য। বাঙালি ধন্য। এই অসাধারণ মানুষ আর আসবে না কিন্তু বাঙালি চিরকাল তাদের অবদান মনে রাখবে। বাবা চিরকাল থাকবেন বিদ্রোহী কবিতায়। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি আমীন।
Comments