আজ বিজয়ী সুলতানের ৫৪১ তম মৃত্যুবার্ষিকী
- বাঙলাকথা
- May 3, 2022
- 1 min read

ফাতিহ সুলতান মেহেমেদ হান বা বিজয়ী সুলতানের আজ ৫৪১তম মৃত্যুবার্ষিকী। ১৪৮১ সালের ৩ মে তিনি ইন্তেকাল করেন। তাঁর জন্ম ৩০ মার্চ ১৪৩২ খ্রি। মহানবী হযরত মুহাম্মদ (সা.) খন্দকের যুদ্ধের সময় সাহাবীদের উদ্দেশে কনস্টান্টিনোপোল জয়ের সুসংবাদ দিয়েছিলেন। তিনি বলেছিলেন: "নিশ্চিতরূপে তোমরা (মুসলিমরা) কুসতুনতিনিয়া (কনস্টান্টিনোপল) জয় করবে। কতই না উত্তম হবে সেই শাসক, কতই না উত্তম হবে সেই সেনাবাহিনী!" (মুসনাদে আহমদ) তিনি ও তাঁর শায়খ আকশামসউদ্দিন কনস্টান্টিনোপল এর কাছে প্রথম কনস্টান্টিনোপল যুদ্ধের সময় সাহাবী আবু আইয়ুব আনসারি (রা:) এর কবর খুঁজে পান ও পরবর্তীতে সেখানে মসজিদ নির্মাণ করেন। হজরত মুহাম্মাদ (সাঃ) ভবিষ্যদ্বাণী কনস্টান্টিনোপল বিজয়টি তখন এই উসমানীয় সুলতান দ্বিতীয় মুহাম্মদ ২১ বছর বয়সে সম্পন্ন করে ইতিহাসে "ফাতিহ সুলতান" বা "বিজয়ী সুলতান" এর খ্যাতি অর্জন করেন।
תגובות