আজ শিল্পী বিপাশা গুহঠাকুরতার জন্মদিন
- বাঙলাকথা
- Aug 15, 2022
- 1 min read
বাঙলাকথা প্রতিবেদন

আজ ১৬ আগস্ট বিশিষ্ট নজরুল-সঙ্গীত শিল্পী বিপাশা গুহঠাকুরতা'র জন্মদিন। তিনি গত ২৯ এপ্রিল প্রয়াত হন। জন্মদিন উদযাপন উপলক্ষ্যে তাঁর সংগঠন প্রসঙ্গ নজরুল-সঙ্গীত আলোচনা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে। বিকেল ৬টায় ছায়ানট প্রধান মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হবে। দেশবরেণ্য শিল্পীবৃন্দ এতে অংশগ্রহণ করবেন। সেইসাথে 'রহি রহি কেন সেই মুখ পড়ে মনে' শীর্ষক একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। স্মারকগ্রন্থে যাঁরা লিখেছেন : একুশে পদকে সম্মানিত শিল্পী ফাতেমাতুজ জোহরা, অধ্যাপক মাহবুবুল মোকাদ্দেম আকাশ, ডঃ মেঘনা গুহঠাকুরতা, পাপড়ি গুহঠাকুরতা রায়, পারভীন সুলতানা, করিম হাসান খান, বিদিশা দেওয়ানজি, ছন্দা দাস, কৃষ্ণা দত্ত, খোশরোজ সামাদ, আমিনুল ইসলাম, রেহানা রহমান, লায়েকা বশীর, সারওয়াত জাহান ঊর্মি, বন্দনা আমীর, কাজী রওনাক হোসেন, জিল্লুর রহমান, আল মেরাজ, এনামুল কবির, রফিক সুলায়মান, জোবাইদুল ইসলাম, মহুয়া বাবর, মাফরুহা মিতু আহসান, মোঃ কামাল হোসেন, শিরিন চায়না, নাদিয়া আরেফিন শাওন প্রমুখ। এছাড়া সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন অনুরাগীর পোস্টের চুম্বক অংশ বইটিতে ধারণ করা হয়েছে। এতে থাকছে শিল্পীর পঞ্চান্ন বছরের জীবনের ঘটনাবহুল আলোকচিত্র। স্মারকগ্রন্থ সম্পাদনা করেছেন নূরুস সাফা, পারভীন সুলতানা, করিম হাসান খান, মহুয়া বাবর প্রমুখ। প্রকাশনায় সহযোগিতা করেছে দ্য গ্লাস হাউজ, চন্দ্রদ্বীপ রিসোর্ট এবং টেক্স ওয়ার্ল্ড এসোসিয়েটস লিঃ।
Comments