আত্মভোলা।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Sep 16, 2022
- 1 min read
ছিলাম আমি সৃষ্টির ভোরে
আল্লাহ পাকের দরবারে
আলাসতু বিরাব্বিকুমের
ছিলাম আমি মাহফিলে!
সাক্ষ্য আমি দিয়েছিলাম:
‘নাই কোন মাবুদ তুমি ছাড়া
তুমিই ছিলে মোর প্রথম প্রেম
তোমারই প্রেমে ছিনু আত্মহারা’
সেই কথা পাই কোরআন পড়ে
ছিলাম আমি সৃষ্টির ভোরে….
পাঠালে হায় এই দুনিয়ায়
পড়িলাম কত বেড়াজালে
আজাজিলের পাল্লায় পড়ে
তোমার কথা গেলাম ভুলে!
নাই মনে হায় আসল মোকাম
নকল ঠিকানায় আজি
সবকিছু হায় হারিয়ে আমি
রঙ্গ রসে গেলাম মজি!
নিঃস্ব আমি এই বিশ্বে এখন
ক্ষমা চাই প্রভু করজোড়ে।।
--
টীকা: আলাসতু বিরাব্বিকুম-পবিত্র কোরআনের বাণি। এর অর্থ ‘আমি কি তোমাদের রব নই’? মহান আল্লাহ পাক সকল আত্মাকে সৃষ্টি করে তাদের উদ্দেশ্যে এই প্রশ্ন করেছিলেন। সবাই দ্ব্যর্থহীনভাবে উত্তর দিয়েছিল, ‘হ্যাঁ, আপনিই আমাদের রব’।
[১৬ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, ঢাকা। রাতে ঘুমাতে যাওয়ার আগ মুহূর্তে]
Comments