top of page

আব্দুল আলীম এর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি।। অধ্যাপক ডঃ জাহিদুল কবির

২৭ জুলাই, ১৯৩১, শুভ জন্মদিন আব্দুল আলীম বিখ্যাত লোকসংগীত শিল্পী ও সংগ্রাহক।

জন্ম- তালিবপুর গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। কলকাতার জীবনে আব্বাসউদ্দিন, কাজী নজরুল ইসলামের সাথে সংশ্লিষ্ট হয়ে গান করেছেন। তিনি লোক ও শাস্ত্রীয় সঙ্গীতের উপর দীক্ষা নিয়েছেন বেদারউদ্দিন আহমদ, ওস্তাদ মোহাম্মদ খসরু , মমতাজ আলী খান, আব্দুল লতিফ, কানাইলাল শীল, আব্দুল হালিম প্রমুখের কাছে। লেটো ও যাত্রা দলেও কাজ করেছেন। লোকসঙ্গীতকে অবিশ্বাস্য এক উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। যেখানে জগৎ, জীবন এবং অধ্যাত্ম উপলব্ধি একাকার হয়ে গিয়েছে। প্রাইমারি স্কুলে পড়বার সময় গ্রামোফোন রেকর্ডে গান শুনে গান গাইতেন। ছোটবেলায় তার সঙ্গীতগুরু ছিলেন সৈয়দ গোলাম আলী। ঐ অল্প বয়সেই তিনি গান গেয়ে নাম করেছিলেন। মাত্র তেরো বছর বয়সে ১৯৪৩ সালে তার গানের প্রথম রেকর্ড হয়। এত অল্প বয়সে গান রেকর্ড হওয়া সত্যিই সে সময়ে বিস্ময়কর ছিল। পরে তিনি হয়ে উঠেছেন বাংলা লোকসঙ্গীতের এক স্মরণীয় নাম। দেশ বিভাগের পর আব্দুল আলীম ঢাকায় চলে আসেন এবং রেডিওতে স্টাফ আর্টিস্ট হিসেবে গান করতে শুরু করেন। টেলিভিশন সেন্টার চালু হলে সেখানেও সঙ্গীত পরিবেশন শুরু করেছেন। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’সহ নানা চলচ্চিত্রে আব্দুল আলীম গান করেছেন। সব মিলিয়ে প্রায় ৫০০ গান রেকর্ড হয়েছিল তাঁর। আব্দুল আলীম তাঁর আধ্যাত্মিক, মরমী, মুর্শিদী গানের জন্য অমর হয়ে আছেন/থাকবেন। জন্মদিনে বাংলা লোকগানের এই অমর শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা নিবেদন করছি।


লেখক: অধ্যাপক, সঙ্গীত বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page