top of page

আবাহন

আবাহন

নাসিফ আনাম


ওহে বাহমানের রক্তঝরা পথ,

যেথা চলে হাজার আত্মার রথ,

পিশাচের হাসির মাঝেও আশা বয়,

তবুও দেখি সেই দীপনের জয়।

হাজারের সেই হাহাকারে অচলতা,

মরছে যে আকুতিতে চঞ্চলতা,

ক্রন্দনের ক্লান্ততায় নিথর প্রাকফাগুন,

অশ্রুজলেও নিভে না সেই আগুন!

জাঁহাপনা মোর!

দাও না কিছু নিস্তার বড়জোর,

করবে খালি আর কত মাতৃক্রোড়?

দাও কিছু নিস্তার মোদের!

ফুরাইবে তো সব তোমারও খোদ্দের!

তবুও দেখলো না যে শাহেনশাহ...

দেখলো না ভাইটার বুকের বুলেটটাহ...

তিন সহস্র বছরের পারস্যের বুকে লাথি দিয়ে

প্রজাহীন পারস্য রাজ! পারস্য মুকুট শোভা পায় কি তোমার মাথে?


দেখিলাম কভু যে একদিন খোদার নূর,

আসিলেন দ্বীনের কান্ডারি, খোমেনি রাহবার

সেদিন পারস্য রাজে চাহে ভিক্ষা ইমামের মোর

দেখে শুধু ভাইটার মুখ উঠে ভেসে শোর,

পাথর হয়ে খুলে লয়ে জুতা

সরিয়ে দে ভাইটার বুকের বুলেটটা!

যবে রইল না কোনো প্রজা

হইবে তুমি কোন রাজ্যের রাজা?

বরিল গাহিয়া গোটা পারস্য জাহান

রাহবারে আজম আমার, আহলান সাহলান!

তাই আজও তোমারে দেখে

আশার নূর অন্তরে উঠে জেগে

ওহ মোর ইমাম জানি!

পুনঃ আনো তুমি সেই আজাদের বাণী।


(১১ ই ফেব্রুয়ারি, ১৯৭৯ এর ইসলামি বিপ্লবের স্মরণে)

Recent Posts

See All
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comentários


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page