আমি, মা ও শ্রদ্ধেয় কে জি মোস্তফাঃ তানিম হায়াত খান রাজিত
- বাঙলাকথা
- May 14, 2022
- 2 min read
১৯৮৭ সাল। তখন পর্যন্ত বাংলাদেশের ট্রেনে চড়িনি আমি। দূর থেকে কমলাপুর স্টেশনে ট্রেন দেখাটাই সম্বল ছিল। এরকম একটা সময়ে আমার মা ষাটের দশকের স্বনামধন্য শিল্পী ফওজিয়া ইয়াসমিনের কুমিল্লা থেকে একটা সংবর্ধনার আমন্ত্রণ এলো। 'অলক্ত সাহিত্য পরিষদ' থেকে। সংবর্ধনা দেয়া হবে আম্মা আর স্বনামধন্য গীতিকার কে জি মোস্তফাকে। এর আগে কুমিল্লায় আব্বার সাথে গেলেও সবসময় গাড়িতেই যাওয়া হয়েছিল। তাই এবার আম্মা বললেন চল তোমাদেরকে ট্রেনে নিয়ে যাই। রাজিত তো এখনও ট্রেনে চড়েনি। তাই এবার ট্রেনে কুমিল্লা যাব। আম্মা আমাদের দুই ভাইকে নিয়ে কেবিন বুকিং দিয়ে চললেন কুমিল্লা। আমি সারাটা ক্ষন জানালা দিয়ে মাথা বের করে বাংলার সবুজে সবুজ সব দৃশ্যপট গিলতে গিলতে গেলাম কুমিল্লা। আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল বিখ্যাত 'রাণীকুঠি'তে। আমি যতবারই বাবা বা মায়ের সাথে কুমিল্লা গেছি ততবারই অত্যন্ত মর্যাদায় রাণীকুঠিতে থাকার সুযোগ পেয়েছি বাবা মায়ের কারনে।
তো সন্ধ্যা বেলায় সংবর্ধনা। আমরা যথাযথ সময়ে অডিটোরিয়ামে চলে গেলাম। লোকে পরিপূর্ণ পুরো হল। প্রথমে আম্মাকে সংবর্ধনা দেয়া হল। আমি আর ভাইয়া তৃতীয় সারিতে বসা। গীতিকার কে জি মোস্তফা সাহেব প্রথম সারিতে বসা। আম্মাকে ফুলের তোড়া দেয়া হল শুরুতেই, তারপর আম্মার শুভেচ্ছা বক্তব্য। আম্মা বক্তৃতা শুরু করবার আগে ইশারায় আমাকে বললেন ফুলের তোড়াটা নেবার জন্য। আমি তিনটা Row টপকে আম্মার নাগাল পাচ্ছিলাম না। তখন কে জি মোস্তফা সাহেব নিজে দাঁড়িয়ে আম্মার কাছ থেকে ফুলের তোড়াটা নিয়ে আমাকে দিলেন। ঘটনা কিন্তু ছোট্ট এইটুকুই ওনার সাথে আমার। কিন্তু সারপ্রাইজটা অন্য জায়গায়! একটু পরে কে জি মোস্তফা সাহেব যখন সংবর্ধিত হবার পরে বক্তৃতা দিতে উঠলেন, তখন উনি এই ফুলের তোড়া আম্মার কাছ থেকে নিয়ে যে আমার হাতে দিলেন সেটা নিয়ে বললেন,"আমি যখন শিল্পী ফওজিয়া খানের কাছ থেকে ফুলটা নিয়ে ওনার ছেলেকে দিলাম,আমি যেন শুধু ফুলটাই দিলাম না, আমি এক জেনারেশন থেকে অন্য জেনারেশনের মাঝে যেন একটা সেতুবন্ধন তৈরী করলাম। মা আর ছেলের মাঝে শুধু ফুল নয়, যেন মায়ের গুন গুলোকে আমি ছেলের কাছে পৌঁছে দিলাম। আর আমি গর্বিত এজন্য যে সেই ট্রানজিশনটার একটা অংশ হয়ে থাকলাম।"
কি দারুণ একটা কথা বলেছিলেন সেদিন কে জি মোস্তফা সাহেব! উপলব্ধির বিষয় যেন পুরো ব্যপারটা।
আজকে সদ্য প্রয়াত কে জি মোস্তফা সাহেবকে ট্রিবিউট করে ওনার লেখা আমার মায়ের দারুণ একটা গান সবার জন্য। 🎵🎵
'কিছু বলে মন'
ভয়েসঃ ফওজিয়া ইয়াসমিন
কথাঃ কে জি মোস্তফা
সুর - সংগীতঃ উস্তাদ ফজলুল হক
Comments