আমি।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Sep 17, 2021
- 0 min read
আমার চেয়ে এই ধরাতে শক্তি কারো নাই
কারণ আমি চলি সদাই আল্লাহ ভরসায়।
আমি তাঁহার প্রতিনিধি তিনি আমার রব
আমার সেবার তরে তিনি সৃজন করেন সব।
তাঁহার সাথে আমার সরা সরি কানেকশন
তাই তো সদা উজ্জীবিত থাকে আমার মন।
আমায় সদা থাকেন ঘিরে আল্লাহ মেহেরবান
তিনি আমার দূর করে দেন সকল অকল্যাণ।
তিনি আমার শক্তি-আধার তিনি খালিক মালিক
তাঁরই কাছে পাই যে আমি আহার বিহার রিজিক।
তাঁহার থেকেই আসা আমার তাঁহার কাছেই গমন
তাঁহার কাছেই ভিক্ষা মাগি চাই তাঁহারই শরণ।
তিনি আমায় ভালোবাসেন সবার চেয়ে অধিক
কাউকে আমি তাঁহার সাথে করি না কো শরীক।
আমায় তিনি পথ দেখাতে পাঠিয়েছেন রাসূল
তাঁকেই অনুসরণ করি যেন না হয় কোনো ভুল।
আঁধার পথে নূরের জ্যোতি দিলেন পাক কোরআন
আমি আল্লাহ রাসূল কোরআন মানি খাঁটি মুসলমান।
বিশ্বসভার ট্রাস্টি আমি উম্মতে খায়ের
এই দুনিয়ার নাবিক আমি মঙ্গল নায়ের।
(ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২১)
Comentários