আমি।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jun 25, 2022
- 1 min read

আমি আল্লাহ নামের সাক্ষী হয়ে
এসেছি এই দুনিয়ায়
আমি নূর নবীজীর ভেলায় চড়ে
হেসে খেলে দিন কাটাই।।।
আমি আল্লাহ পাকের মাহফিলে
আত্মা হয়ে ছিলাম গো
আমি 'আলাসতু বি রাব্বিকুম' এ
"বালা' বলেছিলাম গো
মাওলা যাহার পরম প্রভু তাহার
এক রতিও ভয় নাই।।
আমার হাতে আছে নিশান
সত্য ন্যায় নিষ্ঠতার
আমি আঁধার ভেদি আলোর দিশা
বিনাশ করি মুর্খতার
এই দুনিয়ার জীবন শেষে
জান্নাতে মোর হবে ঠাঁয়।।
(ঢাকা, ২৫ জুন ২০২২, চলার পথে)
Comments