আমি যে ধন্য হলাম।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Nov 6, 2021
- 1 min read
আমি যে ধন্য হলাম গণ্য হলাম প্রিয় নবীর উম্মতে
আমি যে দিবানিশি ঢেকে আছি রবের অপার রহমতে।
যদি না দিতেন ধরায় মহান প্রভু এই আমারে
কেমনে পেতাম আমি বিশ্বনবী মোস্তফারে!
আমি তাঁর নায়ে চড়ি গর্ব করি আল্লাহ পাকের বরকতে।
আমি যে ধন্য হলাম গণ্য হলাম প্রিয় নবীর উম্মতে.....
যে ধরায় এলেন নবী প্রেমের ছবি প্রেম বিলাতে সর্বদা
আমি তাঁর প্রেমে পাগল, তাঁর সাথে রই, কেমন করে হই জোদা!
আমি তাঁর ঝাণ্ডা উঁচু করে ধরি চলি তাঁরই সোহবতে।
আমি যে ধন্য হলাম গণ্য হলাম প্রিয় নবীর উম্মতে.....
(কাজী নজরুল ইসলাম রোড, ঢাকা। হাঁটার সময়। ৬ নভেম্বর ২০২১)
Comments