আমার নিবেদন ।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- May 29, 2021
- 1 min read
ওগো দয়াল তোমার কাছে আমার নিবেদন
ক্ষমা কর তুমি আমার কর গো পাপ মোচন।
যে শুদ্ধচিত্ত করে তুমি হায় রেখেছিলে তব কাছে
সে শুদ্ধচিত্ত হারিয়েছি আমি ঘুরে শয়তানের পাছে
ঘুচাও প্রভু তুমি আমার এ জিল্লতির জীবন।।
কত পাপ তাপ করি আমি প্রভু করি কত বেসাতি
আমার জীবনে আসে না আলো পোহায় না এ রাতি
এমনি আঁধারে কবে যে আমার হয়ে যায় মরণ!
খালিক মালিক দয়ার সাগর রাব্বুল আলামীন
গাফুরুর রাহিম তুমি যে মালিক ইয়াউমুদ্দীন
প্রভু, দুজাহানে আমি তোমার লই যে শরণ!
(ঢাকা, ২৯ মে ২০২১)
Bình luận