top of page

আমার বিশ্বাস।। ইকরাম আহমেদ লেনিন

Updated: May 11, 2021



আমি বিশ্বাস করি বিজ্ঞান ঠিকই

করোনাকে বেঁধে ফেলবে

আমি বিশ্বাস করি আগামীর শিশু

করোনাকে নিয়ে খেলবে

আমি বিশ্বাস করি পৃথিবী আবার

নতুন স্বপ্ন গড়বে

আমি বিশ্বাস করি বিদ্রোহী বীর

সমাজের হাল ধরবে

আমি বিশ্বাস করি থেমে যাবে সব

মারামারি হানাহানি

আমি বিশ্বাস করি দেখবো না আর

মানুষের হয়রানি

আমি বিশ্বাস করি কাননে আবার

আশার পুষ্প ফুটবে

আমি বিশ্বাস করি ফুলের গন্ধে

অলিকুল এসে জুটবে

আমি বিশ্বাস করি নতুন প্রভাতে

হাতে হাত ধরে চলবো

আমি বিশ্বাস করি আমরা আবার

প্রগতির কথা বলবো

আমি বিশ্বাস করি ভালোবাসা নিয়ে

প্রকৃতির পানে চাইবো

আমি বিশ্বাস করি ঝরাপাতা ফেলে

জীবনের গান গাইবো

আমি বিশ্বাস করি পৃথিবী আবার

জীবন জোয়ারে ভাসবে

আমি বিশ্বাস করি পৃথিবী আবার

প্রাণখোলা হাসি হাসবে

আমি বিশ্বাস করি মানুষের মনে

মানবতা জেগে উঠবে

আমি বিশ্বাস করি আমরা মানুষ

শুধু এই বাণী ফুটবে।


কবি পরিচিতি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব।

পূর্বতন নির্বাহী পরিচালক, নজরুল ইনস্টিটিউট।

Recent Posts

See All
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comentarios


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page