আমার মোহাম্মদ রাসূল (সা.)।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Aug 28, 2022
- 1 min read

আমার দুখের রাতের বন্ধু তুমি মোহাম্মদ রাসুল তুমি আমার কাণ্ডারী গো আমার অকূলের কূল আমার মোহাম্মদ রাসূল।। এই দুনিয়ার কারাগারে (তুমি) দিলে আবহায়াত তোমার ঐশী নূরে গেল ভেসে দুখের কালোরাত এই উষর ধরায় ফোটালে গো তুমি প্রেমের ফুল আমার মোহাম্মদ রাসূল..... আমার দুখের রাতের বন্ধু তুমি মোহাম্মদ রাসুল তুমি আমার কাণ্ডারী গো আমার অকূলের কূল।। সব জাহানের করুণা তুমি রাহমাতাল্লিল আলামীন' আমি তোমার প্রেমে পাগল আমি কওমে মুসলেমিন তাই ভয় করি না দু'জাহানে আমি আনন্দে আকুল আমার মোহাম্মদ রাসূল..... আমার দুখের রাতের বন্ধু তুমি মোহাম্মদ রাসুল তুমি আমার কাণ্ডারী গো আমার অকূলের কূল।। [ঢাকা, ২৮ আগস্ট ২০২২]
Comments