আমার শহর || সৈয়দ আহমেদ তাহমিদ
- সৈয়দ আহমেদ তাহমিদ
- Apr 24, 2021
- 1 min read
আমার শহর ||
সৈয়দ আহমেদ তাহমিদ ||
আমার শহর কোথায় তা কি তুই জানিস
আমার শহর কি বৃষ্টিস্নাত প্যারিস
কিংবা তুশারঢাকা মস্কো, বসফরাস পাড়ের ইস্তানবুল
জানিস, শহরের মধ্যিখানে আছে একটি গাছ, তার ডালে ফুল
ফুলটির নাই কোন রঙ বা সুবাস
মরুভূমির মতো শুষ্ক মাটি, বাতাসের মাঝে হা হুতাশ
বাতাসের মাঝে শুনতে পাই ক্রন্দনধ্বনি
বাতাসে ক্ষুধার্ত জীবের চিৎকার , আমি সবই শুনি
শহরের কোন এক প্রান্তে একজন কবি বসে রয়
তার বুক বিদীর্ণ আর চোখে দারুণ কোন এক ভয়
আমার শহরের অন্য কোন এক প্রান্তে বসে
অবুঝ একটি শিশু কাঁদে
শিশুর নির্ঘুম দুটি চোখ রাতের আকাশ পানে চেয়ে আছে
শুষ্ক মাটির মতো চোখ দুটিও শুকিয়ে আসে
কোন জেলখানার কয়েদি তার মতো ভাবে
তার জীবনের গল্প , নিশ্চয়ই আকাশের তারারা জানে
শহরের গলিতে দাঁড়িয়ে অসহায় যুবক একজন
তার ভাবনায় শূন্যতা , ভেঙ্গে গেছে মন
এই শহরের কিশোরেরা স্বপ্ন দেখতে জানে না
যেন ছোট্ট একটি পাখি যার ভেঙ্গে গেছে দুটি ডানা
আমার শহরে যদি তুই খুজিস আমাকে
তবে পাবিনা আমাকে কোনখানে
আমি খুবি ছোট মনের স্বার্থপর
তাই বহুদিন আগেই বিদায় দিয়েছি এ শহরকে, সে এখন আমার কাছে পর
অতি অসাধারণ!! আরও লিখতে থাকুন ভ্রাতা!! পারলে গল্প লিখিয়েন!!