আলো।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Nov 11, 2022
- 1 min read

রাতের আঁধার দূর হয়ে যায়
দূর হয়ে যায় কালো
দেখ বিশ্বভূবন হাসিয়ে আসে
তুমুল বেগে আলো।
নিকষ কালো আঁধার দেখে
ভয় পেয়ো না যেন
হৃদয় মাঝে থাকলে আলো
বের হবে না কেন!
তাই ধৈর্য ধর সহ্য কর
জ্বালাও হৃদয় আলো
খোদার নূরের রওশনিতে
আসবে দিনের আলো।
আলো যারা ভয় করে ভাই
কালো তাদের দিন
তাদের জীবন কলুষিত
ডাস্টবিনে হয় লীন।
তাদের যত প্রাসাদ দেখ
সবই তাসের ঘর
আকাশছোঁয়া প্রতাপ বটে
ভিত্তি যে নড়বড়।
আসবে সত্য আসবে আলো
দূর হবে সব বাতিল
আলোর ধারা থামিয়ে দিতে
বে-ঈমানেরা কাহিল।
আমরা আলোর পথে হাঁটি চল
ভাসি আলোর স্রোতে
আমরা আলো দিয়ে রাঙাই ভূবন
চড়ি আলোর রথে।
[ঢাকা ১১ নভেম্বর ২০২২; হাঁটার পথে]
Comments