আলোর রেখা।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- May 30, 2022
- 1 min read
পুব আকাশে আলোর রেখা উঠলো ফুটে ঐ আজি নূর নবীজীর জন্ম হলো দেখবি তোরা কই।। পুব আকাশে আলোর রেখা উঠলো ফুটে ঐ.... যাঁর প্রতীক্ষায় মগ্ন ছিল সৃষ্টি কুলের সব যাঁরে সৃজন করে বন্ধুরূপে রাখিয়াছেন রব আজি মর্ত্যলোকে এলেন হাবীব হলো ধন্য আমিনালয়।। পুব আকাশে আলোর রেখা উঠলো ফুটে ঐ.... যারা মাটির ধরা মাটি করে ছাড়ে হুংকার যারা আদর্শকে মাটি দিয়ে করে অহংকার তাদের দিন যে শেষ হলো ভাই দেখ মানবতার জয়।। পুব আকাশে আলোর রেখা উঠলো ফুটে ঐ... (ঢাকা থেকে চট্টগ্রাম আকাশপথে। ১২ রবিউল আউয়াল, ১৪৪৩ হিজরী)
Comments