আল্লাজী গো।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Mar 15, 2022
- 1 min read

[ছবি: মুসলিম শাসনামলে স্পেনের কর্ডোভার প্রধান মসজিদে (পরবর্তীতে গীর্জা) মোনাজাতরত কবি]
আল্লাজী গো আল্লাজী মোর
হাত পেতেছি তোমার পানে
তরাও আমায় অতল সায়র
স্থির রেখো গো ঝড় তুফানে।।
শেষ হল যে জীবন আমার
দুনিয়ার বোঝা লয়ে কাঁধে
আমি অন্ধকারে আলোবিহীন
পড়েছি গো ইব্ -লিশী ফাঁদে
আমি হতভাগা দেই নি সাড়া
তোমার অমোঘ আহ্বানে।।
নিঃস্ব হয়ে আমি ওগো
হাত পেতেছি তোমার কাছে
আমায় বাঁচাও রক্ষা কর
(যেন) লজ্জা তুমি না পাও পাছে।
প্রভু, আমি যেন নোয়াই মাথা
সর্বদাই তোমার শানে।।
(ঢাকা, ১৫ মার্চ ২০২২)
コメント