আল্লাহ
- মো জেহাদ উদ্দিন
- Sep 2, 2021
- 1 min read
আল্লাহু নাম জপ রে মন আল্লাহু নাম জপ আপনারে বিলাও তুমি তাঁহার কাছেই সঁপ। তোমায় সৃষ্টি করেন লালন করেন পালন করেন তিনি যা কিছু সব তাঁহারই দান, তুমি তাঁহার কাছেই ঋণী ও মন! তাঁর বন্দেগি কর তুমি কর তাঁরই তপঃ।। তোমার আপন বলে কে আছেন এই কথা কি জান না আল্লাহ ছাড়া কে বা আপন, তাঁর কাছেই দাও ধর্ণা হৃদ মাজারে সদাই তুমি তাঁহারই নাম বপঃ।। [তপঃ অর্থ তপস্যা। বপঃ অর্থ বপন করা] (ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২১)
Comments