আল্লাহর স্মরণ।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Oct 4, 2021
- 0 min read
রোজ সকালে পশু পাখি জেগে বলে সব
আল্লাহ ছাড়া নাই রে কেহ তিনি সবার রব।।
বৃক্ষ রাজি তরুলতা গায় তাঁহারি গান
সৃষ্টি জগত মেনে চলে তাঁহারি ফরমান
তুই মানুষ হয়ে রইলি ঘুমে ডাকলি না তোর রব।।
রোজ সকালে পশু পাখি জেগে বলে সব..
সবাই জপে সর্বলোকে আল্লাহ পাকের নাম
সেই নামের গুণে সমুন্নত রাখে নিজের দাম
তুই মানুষ হয়ে দাম হারালি চিনলি না তোর রব।।
রোজ সকালে পশু পাখি জেগে বলে সব
আল্লাহ ছাড়া নাই রে কেহ তিনি সবার রব।।
ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২১
Comments