আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন (রহ) তৃতীয় বার্ষিক ইসলামী সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠিত
- বাঙলাকথা
- 5 days ago
- 1 min read
বাঙলাকথা প্রতিবেদন
আজ ২৯ রমজান ১৪৪৬/৩০ মার্চ ২০২৫ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বেড়তলা গ্রামে তৃতীয় বার্ষিক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন (রহ) ইসালামী সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। প্রতি বছর ২৮ রমজান মোঃ জেহাদ উদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। তিনটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে থাকেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ জেহাদ উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঙলা কথা সম্পাদক রাবেয়া সুলতানা পারু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রভাষক হাফেজ নাঈমুল ইসলাম, মোঃ জেহাদ উদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতন এর শিক্ষক নাঈম দুর্জয়, আশরাফুল আলম, আব্দুল্লাহ প্রমুখ।
প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারীদের পবিত্র কোরআন শরীফ, নগদ অর্থ, সনদপত্র ও একটি করে প্লেইট উপহার হিসেবে প্রদান করা হয়। একইসাথে প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারীকে উৎসাহমূলক উপহার প্রদান করা হয়।
প্রতিযোগিতার শীর্ষস্থান অর্জনকারী শিক্ষার্থীরা হল: "ক" গ্রুপ: ১ম: সামান্তা আক্তার ; ২য়: সিয়াম মাহমুদ এবং যুগ্মভাবে ৩য়: মারিয়া তালুকদার ও মোছা:হাবিবা আক্তার।
"খ" গ্রুপ : ১ম: মারওয়া জাহান (খুশি); ২য়: সানজিদা তালুকদার এবং ৩য়: আঁখি তালুকদার।
Comments