top of page

আশা ।। মুহাম্মাদ এনাম সিকদার

আমল ঝুড়ি শূন্য আমার নাই রে তাকত্ ঈমানে আল্লার রহম পাইব বলে আশা রাখি তবু মনে।। না জানিলাম এই দুনিয়ায় পাঠাল আমায় কোন সে কাজে বে-খবর হায় রইলাম আমি নিত্য সকাল-সাঝে।। নগদ পেয়ে ভাব করেছি ইহ-কালের সনে। আল্লার রহম পাইবো বলে আশা রাখি তবু মনে।। রহীম-রহমান নাম যে তাহার অসীম মেহেরবান দিন গেলো মোর হেলায় হেলায় বুঝি নি তাঁর শান।। আমার পাপে-তাপে পুরা জীবন বুঝলাম জীবন সন্ধিক্ষণে। আল্লার রহম পাইবো বলে আশা রাখি তবু মনে।।

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page