আশা ।। মুহাম্মাদ এনাম সিকদার
- মুহাম্মাদ এনাম সিকদার
- Jun 6, 2021
- 1 min read
আমল ঝুড়ি শূন্য আমার নাই রে তাকত্ ঈমানে আল্লার রহম পাইব বলে আশা রাখি তবু মনে।। না জানিলাম এই দুনিয়ায় পাঠাল আমায় কোন সে কাজে বে-খবর হায় রইলাম আমি নিত্য সকাল-সাঝে।। নগদ পেয়ে ভাব করেছি ইহ-কালের সনে। আল্লার রহম পাইবো বলে আশা রাখি তবু মনে।। রহীম-রহমান নাম যে তাহার অসীম মেহেরবান দিন গেলো মোর হেলায় হেলায় বুঝি নি তাঁর শান।। আমার পাপে-তাপে পুরা জীবন বুঝলাম জীবন সন্ধিক্ষণে। আল্লার রহম পাইবো বলে আশা রাখি তবু মনে।।
Comments