top of page

আসামী।। মোঃ জেহাদ উদ্দিন


কেউ কেউ বলে আমরা নাকি দুঃসময়ের সাক্ষী

কিন্তু আমি বলি, আমরা এই সময়ের আসামী।

আমরা কেউ অন্যায় করছি, কেউ অন্যায়ে সহযোগীতা করছি

আর বাকিরা অতি সন্তর্পণে গা বাঁচিয়ে চলছি

এবং সবশেষে ঠোঁট মুখ মুছে বেহায়ার মতো দাঁত কেলিয়ে বলছি-

সময়টা বড্ড খারাপ, আমরা দুঃসময়ের সাক্ষী!


পবিত্রগ্রন্থ আল কোরআনে আল্লাহর বাণী:

কেবল একজন মানুষকে হত্যা

গোটা মানবসভ্যতাকে হত্যার শামিল! এবং

কারো একখণ্ড জমি কেউ অন্যায়ভাবে দখল করলে

সেই জালিমের গলায় সাত পৃথিবীর সমান জমিন

ঝুলিয়ে বলা হবে, তুই চির শাস্তি ভোগ কর।


আমরা দেখেছি ফিলিস্তিনের জমি দখল করে

জারজ ইসরাইলের জন্ম হয়

আমরা দেখছি সেই জারজকে কেন্দ্র করে মানবতাবিরোধী বেজন্মা এক বিশ্ববলয়।

আমরা দেখছি এখানে সেখানে মানবতার কত বেদনার কত না বিপর্যয়!


এই পৃথিবী সাক্ষী! পৃথিবীব্যাপী সব অপকর্মের

চন্দ্র সূর্য গ্রহ তারা সাক্ষী! জালিমের সব জুলুমের!

আর নিশ্চিত আমরা আসামী এই সময়ের!

অতএব অপেক্ষার পালা প্রভুর পাকড়াও এর!

--------

ঢাকা, ২২ মে ২০২১

Recent Posts

See All
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page