আসল কাজ।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Dec 13, 2021
- 1 min read
Updated: Jan 8, 2022
আমার দিন চলে যায় কতই কাজে গো
আমার আসল কাজের খবর নাই
ও আমি এই দুনিয়ার বোঝা বয়ে যাই
আমার আখিরাতের সামান নাই।।
আমার দিন চলে যায় কতই কাজে গো
আমার আসল কাজের খবর নাই....
আমার রাত্রি কাটে দুনিয়া জপে
আমি দুনিয়া করি সার
আমি বিত্ত বৈভব লইয়া থাকি
আমার কতই অহংকার!
আমার ধ্যানে জ্ঞানে নাই রে আল্লাহ
আমি আছি শয়তানের পাল্লায়।।
আমার দিন চলে যায় কতই কাজে গো
আমার আসল কাজের খবর নাই...
ও আমার সময় যায় রে পেরেশানে
আমি দিন করি উজাড়
আমি পাই না সময় একটুখানি
ওগো নাম নিতে আল্লাহর
হে দয়ার আধার! তুমি ক্ষমা কর
সরল পথে নাও শান্তি দাও আমায়।।
আমার দিন চলে যায় কতই কাজে গো
আমার আসল কাজের খবর নাই.....
ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২১।

Comentarios