top of page

আহমেদ ফরিদ: এক নান্দনিক কথাসাহিত্যিক।। মোঃ জেহাদ উদ্দিন



মফিজ উদ্দিন আহমেদ। সাহিত্য অঙ্গনে আহমেদ ফরিদ নামে পরিচিত। তিনি সরকারের অতিরিক্ত সচিব হিসেবে বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে কর্মরত। রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংক লিঃ এর পরিচালনা পর্ষদে তিনি সরকার মনোনীত পরিচালক। সাহিত্য-সংস্কৃতির সাথে তার সম্পর্ক অবিচ্ছেদ্য। লিখে চলেছেন জীবনমুখী গল্প, উপন্যাস, কবিতা, গান । তিনি বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। সমাজের নানা দিক তার কলমের আঁচড়ে ফুটে উঠেছে সুনিপুণভাবে। তিনি বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লিখেছেন "খোকা হলো জাতির পিতা"। মহান মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘অখ্যাত কিশোরের মুক্তিযুদ্ধ’। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৩। এগুলো হলো-

মৃত্যু ও মানবতার গল্প -ছোট গল্প। জলসাঘরের কজনা -ছোট গল্প। মালিঙ্গাকে ছক্কা মারা-শিশুতোষ। গ্রেট ওয়াল অপেরা হাউজ -ভ্রমণ।

বেলা অবেলার গান-উপন্যাস। চিত্রা নামের দুষ্টু বিড়াল-শিশুতোষ। কারি হাউজের সুলতান-উপন্যাস। খদ্যেত-যৌথ কাব্য। রশিক আলী -রম্য। খোকা হলো জাতির পিতা। দাদীজানের ভূত-শিশুতোষ। ভূতের সাথে কুস্তি (শিশুতোষ)। এক অখ্যাত কিশোরের মুক্তিযুদ্ধ (মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ)।


সম্প্রতি ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর, হাঁপানিয়া ও বেলোনিয়া বই মেলায় তাঁর রচিত বইগুলো স্থান পায়।


১৯৬৫ সালের পহেলা জুলাই ব্রাহ্মণবাড়িয়ার হাওর-নদী বেষ্টিত প্রকৃতির অপরূপ সুন্দর নিভৃত পল্লী জননী নাসিরনগরের নুরপুর গ্রামে জন্ম। পিতা নূর উদ্দিন আহমেদ,মাতা রূপবানু বেগম। গোকর্ণ এম,ডব্লিউ হাইস্কুল হতে এস,এস,সি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ হতে এইচ,এস,সি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ হতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। স্ত্রী ফারহান শীলা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। বড় ছেলে মিশু কানাডায় উচ্চ শিক্ষা গ্রহণ করছেন। ছোট ছেলে মুগ্ধ স্কুলে পড়াশোনা করছে। তিনি ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির অন্যতম সংগঠক।


মেঘনা, তিতাস, মেদিনীর হাওর,শাপলাবিলসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার নদী ও বিল ঝিলের বাঁকে কেটেছে তাঁর শৈশবের সোনালী দিন। ওলি আওলিয়া, সাধু সন্ন্যাসী ও বহু গুণীজনের জন্মে ধন্য পুণ্যভূমি নাসিরনগরের নির্মল প্রকৃতি তাঁকে করে তুলেছে আধ্যাত্মিক চেতনায় নিমগ্ন একজন সাহিত্যিক।


০১ জুলাই ২০২২ তাঁর শুভ জন্মদিনে ঢাকা সংস্কৃতি ধারা তাঁর রচিত খোকা হলো জাতির পিতা এবং এক অখ্যাত কিশোরের মুক্তিযুদ্ধ গ্রন্থ পাঠ আলোচনার আয়োজন আয়োজন করে। সংগঠনের সভাপতি নুরুল কাদের সোহেল এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রদূত শফি ইউ আহমেদ, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন, সাবেক অতিরিক্ত সচিব কবি ও নাট্যকার গোলাম শফিক, অতিরিক্ত সচিব কথাসাহিত্যিক ডঃ নুরুদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত সচিব কবি নবীরুল ইসলাম বুলবুল, কথাসাহিত্যিক অতিরিক্ত সচিব জাকির আকশি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ডঃ সন্তোষ কুমার দেব, দৈনিক সংবাদ এর ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন প্রমুখ। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব বিশিষ্ট নজরুল গবেষক মোঃ জেহাদ উদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page