উপলব্ধি।। আরিফুল হক মৃদুল
- বাঙলাকথা
- May 22, 2021
- 1 min read

অনেক সময় আর বয়ে যাওয়া দুঃখের সাক্ষী হয়ে বেয়ে যাও জীবনতরী সকালের দেদীপ্যমান সূর্যের ছটা ম্লান হলে
তুমিও শোনাতে পারো যাপিত জীবনের কথা তুমিও ছিলে একদা শিশু, জনকের বুকের মানিক।
নিয়তি তোমাকেও করেনি ক্ষমা! সুদূরের পানে চেয়ে আজো দেখো স্বপ্ন সুদিনের সন্তানের বুকে শুয়ে প্রাচীন সময়ের গল্প ডুবে যায় ভোরের সূর্য ঘড়ির কাটায় চড়ে তোমার তৃষ্ণার আবেহায়াত তোমারি পায়ের নীচে।

(বুড্ডা, সরাইল)
কবি আরিফুল হক মৃদুল, উপজেলা নির্বাহী অফিসার, সরাইল।
Comments