একদিন বর্ষা আসিত।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jun 17, 2021
- 1 min read
একদিন বর্ষা আসিত আমার এই কাঠ ফাটা পল্লীর বুকে শ্রাবণের জলধারায় ডুবে যেত মাঠ তার অতিশয় সুখে। জোয়ারের জলসিঁড়ি বেয়ে যেত উন্মণা কচুরিপানা কলসী কাঁখে লয়ে গৃহবধূ থাকত চেয়ে দূরে বড় আনমনা। লালপেড়ে শাড়ি পরে গুতুম বইছা আর সরপুঁটি মাছ আনন্দ শিহরণে ধরত মেলে তারা জীবনের কত উচ্ছ্বাস! দখিনা বাতাস তার সোহাগী চুম্বনে দোল দিত জল'পরে ভালোবাসার কতরূপ দেখিত মাটি তার তৃষাতুর সেই অধরে! বিকেলের সোনা রোদে দেখিয়াছি চাপিলার নন্দন খেলা রূপালী সে দিগ্বলয় আমি আজও খুঁজি এই অবেলা। পাট চাষীদের সাথে সেই পাট কাটা দুপুরে ভাসায়েছি ভেলা কৈ শিং মাগুরের জাল পেতে সেই জলে কাটায়েছি বেলা। পাল তোলা নৌকায় শুনিয়াছি বাউলের জারি সারি গান জলকমলের মাঝে খুঁজিয়াছে জীবনের কত শত ঘ্রাণ। চঞ্চলা ডাহুকেরে জলে জঙ্গলে ঘুরে ধরিবার আশে পাকা গুলুমের মতো লাল চোখ নিয়ে তবু ফিরিতাম হেসে। পাড়ি দিয়ে ঢেউমালা ছুটে আসা বেদে আর বেদেনীর দেখেছি সারি বণিকের দল এই জলপথে কত গ্রাম জনপদ দিয়াছিল পাড়ি। কাছি টানা লার পাতা বরা পাতা সেই সব যুগ বর্ষার পল্লী কতসুখে আমরা করিয়াছি ভোগ। আজও হয় বৃষ্টি তবু নাই বর্ষা নাই সেই জীবনের কাঙ্ক্ষিত জল ধূসর পাণ্ডুলিপি মেলে বসে থাকা কবি আমি দুচোখ সজল। (ঢাকা, হাঁটার পথে। ১১ জুন ২০১৯)
Comments