ঐ আসে।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Mar 10, 2022
- 1 min read
ঐ আসে মহিমান্বিত মাস নতুন সাজে সাজবে এবার জমিন ও আসমান।। সারা বরষের যত পাপ তাপ সিয়াম সাধনায় হবে সব সাফ মৃতপুরী সব জাগিয়া উঠিবে বহিবে পুণ্যের সুবাতাস।। আসে পাক কোরআনের মাস আসে আত্মার পরিশুদ্ধির মাস আসে ইবাদতের বসন্ত কাল চারিদিকে আজি তারি উচ্ছ্বাস।। আজি লাইলাতান নিসফে মিন শাবান কান পেতে শোন আজি নবীর ফরমান প্রস্তুতি নাও সবে আসে রমজান খাঁটি মনে হও সবে আল্লাহর দাস।।
(১০ মার্চ ২০২২, ঢাকা)
Comments