কান্না।। শফিক তালুকদার
- বাঙলাকথা
- Apr 29, 2022
- 1 min read

কান্না দিয়েই জীবনের শুরু কান্না দিয়েই শেষ কান্নার ভাষা বুঝেনা এমন লোক এ ধরায় খুঁজে পাওয়া যাবে না ৷ পৃথিবীর সর্বজনবোধ্য ভাষা কোন কথা বলা ছাড়া নীরবে চোখের পানি ফেলা ৷ এমন শক্তিশালী কান্নার ভাষা, যার কোন তুলনা হয় না ৷ জাহান্নামের অগ্নি নিভে যায় বান্দার কান্নায় ৷ সন্তানের অনেক আবদার বায়না বাবা পূরণ করতে চায় না, কোনভাবেই যখন বাবা বায়না পূরণে রাজী হয় না অবশেষে নাছোড় বান্দা বাচ্ছা যখন আর কোন পন্থা খুঁজে পায় না সে শুরু করে নীরব কান্না ৷ যখন বাবা দেখে আহা বাচাটার দুচোখ বেয়ে গড়িয়ে যাচ্ছে অশ্রু কনা তখন আর কোন কথা বলতে হয় না, পিতা শত কষ্ট হলেও দ্রুত পূরণ করে সন্তানের বায়না ৷ মানুষ তো ফেরেশতা না, সে বুঝে না বুঝে জেনে না জেনে করে অনেক গুনাহ্ ৷ এসব পাপ কাজে থাকে শয়তানের প্ররোচনা ৷ মহান দয়ালু ক্ষমাশীল আল্লাহ্ করেছেন ঘোষণা শোনহ মোর প্রিয় বান্দারা তোমরা হতাশ হয়ো না যত পাপই তোমরা কর না যদি অনুতপ্ত হয়ে তোমরা কর মোর কাছে ক্ষমা প্রার্থনা আমি তোমাদের সমস্ত গুনাহ্ করে দিব মার্জনা ৷ কখন বুঝিবে হে পাপী বান্দা তুমি পেয়েছ মার্জনা ? তুমি কি বুঝিবে তা ? হ্যাঁ তুমি বুঝিতে পারিবে তা, যখন তোমার দুচোখ বেয়ে গড়িয়ে পড়বে অশ্রুধারা যা বাঁধ মানে না, মহান আল্লাহ তায়ালা পছন্দ করেন, পাপী তাপী বান্দার অনুশোচনা এই কান্না ৷ আর তখনই তিনি করে দেন মার্জনা এই বান্দার সমস্ত গুণা খাতা ৷ ঢাকা, ২৯ এপ্রিল, ২০২২
কবি: পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ও প্রকল্প পরিচালক, ৫০০ মডেল মসজিদ নির্মাণ প্রকল্প, ধর্ম মন্ত্রণালয়।
Comments