কোরআন।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Aug 17, 2021
- 1 min read
(ও মন) মরণকালে কেউ হবে না সঙ্গের সাথী শুধু কোরআন হবে আঁধার ঘরে নূরের বাতি। তাই থাকতে সময় পড় রে মন পবিত্র কোরআন তুমি কোরআন পড় কায়োমনে জুড়াও পরান।। একটু খানি ভাব রে মন থাকবে কেমন করে একলা ঘরে মাটির নীচে আঁধার কবরে সে যে বড় মুসিবত আর কঠিন সে নিদান তাই থাকতে সময় ধারণ কর হৃদয়ে কোরআন।। এই কোরআনই নূর এই কোরআন আনে ভোর এই কোরআন করে দুনিয়াতে সকল আঁধার দূর এই কোরআনই দূর করে ভাই সকল অকল্যাণ তাই মুক্তি পেতে ধারণ কর হৃদয়ে কোরআন।। ও মন কোরআন হল আল্লাহ পাকের পবিত্র বাণী এই কোরআন পাঠে তাঁহার সাথে হয় যে জানাজানি। এই কোরআনে লুকিয়ে আছেন আল্লাহ মেহেরবান তাই দমে দমে পড়ে রে মন পবিত্র কোরআন।। কালাম দিলেন আল্লাহ মাবুদ, পড়বে না মন তুমি? পথ দেখাতে কোরআন মজিদ দিলেন জগতস্বামী কোরআন তোমার বাঁচার তরে খোদায়ী ফরমান আঁধার ঘরে সঙ্গী তোমার পবিত্র কোরআন।। তাই বক্ষে তোমার যতন করে বাঁধিও কোরআন এই কোরআন তোমার উল্লসিত রাখিবে পরাণ।। (১৬ আগস্ট ২০২১, ঢাকা। চলার পথে)
Comments