কোরআন শিক্ষা পরিষদের ষোড়শ বার্ষিক কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণ
- বাঙলাকথা
- 5 days ago
- 2 min read
বাঙলাকথা প্রতিবেদন
কোরআন শিক্ষা পরিষদের ষোড়শ বার্ষিক কোরআন শিক্ষা কার্যক্রমের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ২৯ রমজান ১৪৪৬ হিজরী/৩০ মার্চ ২০২৫ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বেড়তলায় মোঃ জেহাদ উদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, বিশিষ্ট নজরুল গবেষক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য, কথাসাহিত্যিক মোঃ জেহাদ উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের শিক্ষক হাফেজ নাঈমুল ইসলাম, কোরআন শিক্ষা পরিষদের প্রশিক্ষক মাওলানা আবুল কায়েস, মাওলানা শাকিল মিয়া প্রমুখ।
পবিত্র কোরআন নাজিলের মাসে কোরআন শিক্ষা পরিষদ বিগত ১৫ বছরের ধারাবাহিকতায় ২০২৫ সালেও ব্রাহ্মণবাড়িয়ার বেড়তলায় পুরো রমজান মাসব্যাপী সকলের জন্য উন্মুক্ত কোরআন শিক্ষা, প্রতিদিন বেড়তলা বাজার জামে মসজিদে ইফতার, ২৮ রমজান আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন (রহ) ইসলামী সাধারণ জ্ঞান প্রতিযোগিতা এবং কোরআন শিক্ষা ও ইসলামী সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ জেহাদ উদ্দিন বলেন, বছরের ১২ মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। এই শ্রেষ্ঠত্বের কারণ হলো পবিত্র কোরআন। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কোরআন নাযিল করেছেন যা গোটা মানবজাতির জন্য পথপ্রদর্শক। কোরআন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। পৃথিবী থেকে সব ধরনের অন্ধকার জুলুম অন্যায় অত্যাচার দূর করতে হলে আমাদেরকে অবশ্যই কোরআনের পতাকাতলে মিলিত হতে হবে। পবিত্র কুরআন শিক্ষা এবং সেই অনুযায়ী আমল করার ওপর গুরুত্ব আরোপ করে প্রধান অতিথি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে তা শেখায়। আমাদের সমাজে একটি সময় ছিল যখন ফজরের পর প্রতিটি ঘর থেকে পবিত্র কোরআনের তেলাওয়াত শোনা যেত, পাড়া মহল্লায় বিভিন্ন মক্তবে সকাল বেলায় কোরআনের আওয়াজ উঠতো। আমাদের সেই সোনালী দিনগুলি আবার ফিরিয়ে আনার ব্যাপারে সবাইকে সচেষ্ট হতে প্রধান অতিথি উদাত্ত আহ্বান জানান।
আলোচনা ও পুরস্কার বিতরণী শেষে সকলের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন বেড়তলা বাজার জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা আবুল কায়েস। পড়ে উপস্থিত সকলে ইফতারে অংশ নেন।
Commenti