কিশোরী ও একটি কবিতা
- ইসরাত জাহান সান্ত্বনা
- Jul 24, 2021
- 1 min read
একজন কবির দরকার ছিল মেঘমেদুর আকাশে ছন্নছাড়া বৃষ্টির; কিন্তু কিশোরীর চোখে না চাইতেই কয়েক ফোটা জল!!! কিশোরী দিয়েছিল কিছু উপমা, মাত্রা,বর্ণ,ছন্দ, বুকের অস্ফুট ক্ষরণ , চোখের অহেতুক কাজল । কবির দরকার ছিল- কালের বটবৃক্ষে ক্ষয়ে যাওয়া রুক্ষ বাকল; সদ্য জেগে ওঠা চরে নোনা জলের দাগ , উষ্ণ ঠোঁটের বুভুক্ষু চুম্বন, একটু মহুলা ফুলের মাদকতা ; কিশোরীর অতলান্ত চোখের ভাষা; একটি মহান কবিতার জন্য। কিশোরী কবিতা নয় কবিকেই চেয়েছিল। আকাশ চেয়েছিল আঁচল পেতে; কান্না চেয়েছিল নিঃশেষিত হতে। উষ্ণতা চেয়েছিল কাঙ্ক্ষিত মৃত্যুর জন্য। মহান একটি কবিতার জন্য অতঃপর কবি অপেক্ষায় থাকে বুকের বিশুদ্ধ ক্ষরণের তীব্র জ্বালা; উদ্বেলিত কিশোরী ধ্রপদী ভালবাসা ও বিশুদ্ধ ঘৃণার মাঝে, কবি ও কবিতার মাঝে ; অস্ফুট জীবন ও অব্যক্ত কষ্টের মাঝে ; অষ্টপ্রহর নষ্ট কষ্টে ভোগে। ফিনিক ফোটা অতিপ্রাকৃত জ্যোস্নায় একদা চন্দ্রাহত কিশোরী নিথর থাকে।।। এক আঁজলা কষ্ট ও একটি মহান কবিতার মাঝে এক অমোঘ দ্বৈরথ; কবি দ্বিধাহীন নিস্পৃহতায় মহান কবিতা সৃষ্টি করে।
Comments