কৃষকের গান।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Nov 29, 2021
- 1 min read
আমরা কৃষিজীবী ভাই
আমরা দিবানিশি কর্ম করে
সোনার ফসল ফলাই।।
আমরা মাটির মানুষ
মাটির সাথে নিতুই বসবাস
আমরা মাটিতে খাই গড়াগড়ি
হেথায় করি চাষবাস
আমরা বৃষ্টি ভিজি রোদে পুড়ি
মোদের সুখের সীমা নাই।।
আমরা কৃষিজীবী ভাই....
আমরা কর্ম পাগল
কর্মে কাটে মোদের বার মাস।
শোন জগদ্বাসী আমরা চাষী
আমরা করি চাষ
আমরা জমিনে যাই ফসল ফলাই
কর্ম করে খাই।
আমরা কৃষিজীবী ভাই.....
আমরা ফসল না ফলাইলে
হবে সবার সর্বনাশ।
তাই তো আমরা দিবানিশি
করি জমিন চাষ।
আমরা পরের সুখে নিজের সবই
উজাড় করি ভাই।
আমরা কৃষিজীবী ভাই......
ঢাকা, ২৯ নভেম্বর ২০২১
Comments