কচিকাঁচা।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jul 10, 2021
- 1 min read
আমি তোমাদের কথা বলি তোমরা সবার আশার আলো বাগানের ফুলকলি। আলো ছড়াবে ভূবনে আবার হবে বিকশিত অলিগলি আঁধার যাবে গো চলি। আমি তোমাদের কথা শুনি হতাশার সাগরে তোমরাই যেন আশা জাগানিয়া ধ্বনি। দুনিয়ার যত মন্দ যত দ্বন্দ্ব পাক সাফ হয়ে যাবে জানি তোমাদের আছে সেই মহাবাণী। তোমরা আকাশের মুক্ত পাখি জলে ফোটা কোকনদ তোমরা ভালোবাসার নদীনদ। আমি পরচর্চা না করে কেবল তোমাদের পরিচর্যা করি তোমাদের স্বপ্নের নায়ে চড়ি। আমি তোমাদের কাছে আসি নিজের চেয়েও তোমাদের মতো কচিকাঁচাদের ভালোবাসি। ঢাকা, ৯ জুলাই ২০২১
Commentaires