top of page

কবি আল মাহমুদের বড় ছেলের ইন্তেকাল

বাঙলাকথা প্রতিবেদন কবি আল মাহমুদের বড় ছেলে মীর শরীফ মাহমুদ (৬২) আজ ১৯ মে রাত ৯ টায় সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। তিনি স্ত্রী, দুই পুত্র সন্তান, আত্মীয় স্বজন এবং অনেক শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে ব্রাহ্মণবাড়িয়া গৌরবে সৌরভে পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। মীর শরিফ মাহমুদ এর নামাজে জানাজা ২০ মে ২০২২ শুক্রবার বাদ জুম্মা রমনা কমপ্লেক্স জামে মসজিদে অনুষ্ঠিত হবে। কবি আল মাহমুদের পাঁচ ছেলে ও তিন মেয়ের মধ্যে শরীফ মাহমুদ ছিলেন সবার বড়। অত্যন্ত সহজ-সরল ও সাদাসিধে চরিত্রর অধিকারী ছিলেন তিনি চাকুরি করেছেন জাতীয় দৈনিক পত্রিকায়। ছিলেন সম্পাদনা সহকারী এবং শিফট -ইন-চার্জ।

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page