কবিতার অভিশাপ।। আহমেদ ফরিদ
- 302ef2a2-ed06-43aa-a798-0846908af7a3
- Feb 4, 2022
- 1 min read
Updated: Feb 6, 2022
কবিতার অভিশাপ
(পুরাতন কথা নতুন রূপে)

একদিন বসন্ত প্রহরে
সেই মেয়েটির সাথে দেখা
যার চোখ ছিল মায়াবতী,
আর পাখির নীড়ের চেয়েও শ্রেয়
চুলের অরণ্যে ছিল লিখা
আরবীয় হাজারো রজনী।
লগনটাও ছিল গোধূলীর,
কনে দেখা আলো
করেছিল খেলা তার মুখের উপর।
কাতর নয়নে আমি আঁখি তুলে বলি
একটি কথাই কন্যা শুধাবো তোমায়,,,
আহত নাগিনী যেন ফোস ফোস করে
আমাকে ছোবল মেরে বলে ওঠে,
থাক, থাক শুধাতে হবে না
যা বলিবে তাহা আমি জানি
ও কথা তো কত লোকেই কয়
শুনে কান ঝালা পালা । মহোদয়
যদি থাকে বলার বলুন অন্যকিছু।
হরিপদ কেরানীর আপনি গোত্রীয়
আমি তাহা জানি।
সারাদিন পিষেন কলম,মাঝে মাঝে
বাক্যের তুলিতে আকেন ছবি
ভাবখানা,হয়ে গেছেন কবি রবি,
ভাবনা আপনার, নেহাৎ মন্দ নয়।
কড়ির মুরোদ আছে,
পেয়েছেন কি দেবী লক্ষ্মীর বর!
সোনা দানা হিরে কড়ি এসব কি আছে?
বড় বড় কথা বলে কাটান প্রহর!
তেল, নুন আলু মুলা
চিমসে বেগুন, লঙ্কার হিসেব
আমার পক্ষে কি করা শোভনীয়?
সালাম জনাব,দেখুন অন্য রমণী।
কিংবা চাঁদ হয়ে বাসুন ভালো কুমুদিরে।
আমার আপত্তি নাহি তাতে।
হায়,হায় সুকন্যা বধুয়া কেনো
বুঝিবে না কবি আর কবিতার ভাষা
যার অঙ্গে এত রূপ এতো রস
তার মনে কেনো হেন সর্বনাশা
নিষাদের বিষ মাখা তীর?
আমাকে বিদ্ধ করে কড়ির গরমে!
দিন যায় ক্ষণ যায় অনিশ্চিত প্রহর
এক দিন তার সাথে দেখা হয়ে গেল
কুড়ি বছর পর,
এক পশারি দোকানে । আমার মতোই
থলি হাতে কিনিতেছে লঙ্কা, তেল -নুন
দরাদরি কষিতেছে অতিশয় নিপুন!
কোথায় সে মায়াবিনী সুহাসিনী রূপ!
কোথায় হারিয়ে গেল কড়ির দেমাগ?
তাহার উপরে পড়িয়াছে
কবি আর কবিতার অভিশাপ?
Comments