কলমা ওয়াজ আলী মডেল স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী, নবীন বরণ এবং বিতর্ক ও বিজ্ঞান ক্লাব উদ্বোধন
- বাঙলাকথা
- Feb 1, 2023
- 2 min read
বাঙলাকথা প্রতিবেদন
সাভার (৩১ জানুয়ারি, ২০২৩):
আজ সাভারে কলমা ওয়াজ আলী মডেল স্কুলের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবীন বরণ উদযাপিত হয়েছে এবং একই সঙ্গে বিতর্ক ক্লাব ও বিজ্ঞান ক্লাব উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ও নজরুল গবেষক মো. জেহাদ উদ্দিন। সভাপতিত্ব করেন কলমা ওয়াজ আলী মডেল স্কুল ও ক্রিয়েটিভ মডেল একাডেমির প্রতিষ্ঠাতা এবং উভয় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ মনিউর রহমান। অনুষ্ঠানে কলমা ওয়াজ আলী মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ সুরুজ মিয়া, ক্রিয়েটিভ মডেল একাডেমির প্রধান শিক্ষক সেলিনা রহমান, উভয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং দাতা সদস্য মোঃ শাহজাহান মিয়া।
উল্লেখ্য, বিশিষ্ট শিক্ষানুরাগী, সংগঠক, সমাজহিতৈষী, ব্যাংকার মোহাম্মদ মনিউর রহমান ২০০০ সালের ২০ জানুয়ারি কলমা ওয়াজ আলী মডেল স্কুল এবং ২০০১ সালে এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ক্রিয়েটিভ মডেল একাডেমি প্রতিষ্ঠা করেন। তাঁর মরহুম দাদা ওয়াজ আলী মেম্বার, তাঁর পিতা মোঃ শাহজাহান মিয়াসহ পরিবারের সদস্যবৃন্দ, বর্তমান প্রধান শিক্ষক মোঃ সুরুজ মিয়া, মোস্তফা স্যার, আতিক, মোজাম্মেল হক, আরিফসহ এলাকার কিছু যুবক এ কাজে আন্তরিক সহযোগিতা করেন।
এ দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালগ্ন থেকেই মনিউর রহমানের সাথে জেহাদ উদ্দিন সম্পৃক্ত ছিলেন। উল্লেখ্য মনিউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু জেহাদ উদ্দিন। তাঁরা দু’জনেই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী।
মনিউর রহমান তাঁর বক্তব্যে বলেন, জেহাদ কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় ১৯৯১ সালে ফার্স্ট স্ট্যান্ড এবং ১৯৯৩ সালে ঢাকা বোর্ড থেকে ১০ম স্ট্যান্ড করেছিলেন। তাঁর আদর্শ অনুসরণ করে সকল শিক্ষার্থীকে পড়াশোনায় ভালো করার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, আমরা দু’জনেই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের কাজী নজরুল ইসলাম হাউজের ৬ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলাম। নজরুল আমাদের চেতনার গভীরে রয়েছেন। নজরুল গবেষক জেহাদের হাত ধরে কলমা ওয়াজ আলী মডেল স্কুলে নজরুল কর্নার প্রতিষ্ঠা করা হবে মর্মে তিনি ঘোষণা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেহাদ উদ্দিন বলেন, কলমা ওয়াজ আলী মডেল স্কুল ও ক্রিয়েটিভ মডেল একাডেমি আমার প্রাণের স্পন্দন। এ দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমি সব সময় ছিলাম, আছি এবং থাকবো। এলাকার শিক্ষা বিস্তারে মনিউর রহমান প্রতিষ্ঠিত দু’টি শিক্ষা প্রতিষ্ঠান বিপুল অবদান রাখছে উল্লেখ করে তিনি বলেন, মনিউর যা করে তা আন্তরিকভাবে করে। তাঁর মধ্যে কোন খাদ নেই। শিক্ষা বিস্তারে তাঁর এ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি ছেলে-মেয়েকে আদর্শ শিক্ষার্থী ও ভালো মানুষ হতে হবে। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রয়াস আবশ্যক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছাত্রজীবনের প্রধান কাজ হলো পড়াশোনা করা। পড়াশোনার জন্য প্রতিদিন কতটুকু সময় ব্যয় করা হচ্ছে তার হিসাব রাখার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে ব্যক্তিগত খাতা রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে তার পিতা-মাতা, ভাই-বোন, পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজনসহ সকল মানুষ, প্রাণী এবং জড়বস্তুর প্রতিও সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষকগণের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থী আপনাদের সন্তান। আপনাদের সবটুকু তাঁদের জন্য আপনারা বিলিয়ে দেবেন।
প্রধান অতিথি সভাপতিকে সাথে নিয়ে স্কুলের স্মৃতির এলবাম এর মোড়ক উন্মোচন করেন। এরপর কলমা ওয়াজ আলী মডেল স্কুল বিতর্ক ক্লাব ও বিজ্ঞান ক্লাব উদ্বোধন করা হয়।
Comments