top of page

খাঁটি মানুষ।। মোঃ জেহাদ উদ্দিন

Updated: Apr 29, 2022


যারা আমায় খাদ্য জোগায় মুখে ফোটায় হাসি সত্যিকারের মানুষ তারা আমার দেশের চাষী। বৃষ্টি হলে ভিজে তারা রৌদ্রে পোড়ায় দেহ তাঁদের অট্টালিকা হয় না তবু স্বর্গ তাদের গেহ। সকাল‌ বেলা পানতা ‌খেয়ে‌ ছুটে তাঁরা মাঠে বৌ-ঝিয়েরা বসে তখন পাতিল ঘষে ঘাটে। তাঁরা মাটি খুঁড়ে ফসল ফলায় আলসেমি নাই মোটে তাঁরা সবার মুখে খাদ্য জোগায়, নিজের কি-বা জোটে! আকাশ তাঁদের ছায়া জোগায় মাটি জোগায় ঘর তাঁরা সবার তরে খাদ্য জোগায় নাই যে কেহ পর। মাটির দুলাল তাঁরা মোদের তাঁরা আশা‌র আলো খাদ্য জোগায়, পানি‌ জোগায় রাখে মোদের ভালো। মাটিই তাঁদের ভালোবাসা মাটির সাথেই বাস মাটির মতোই মানুষ তাঁরা মাটি তাঁদের শ্বাস। সত্যনিষ্ঠ জীবন তাঁদের চলে সোজা পথে হক হালালীর উপর তাঁরা থাকে দিনে রাতে। তাঁদের শ্রমে তাঁদের ঘামে সজীব মোদের মাটি আমার মাথার মুকুট তাঁরা মানুষ তাঁরা খাঁটি। (ঢাকা, ২১ এপ্রিল ২০২২। চলার পথে)

Recent Posts

See All
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page