top of page

খোদায়ী পয়গাম।।‌ মোস্তাক আহমেদ

মাহে রমজান এলো রে ভাই, মাহে রমজান

এ মাসেই নাজিল হলো পবিত্র কোরআন!

আল কোরআনে আছে রে ভাই সবার হেদায়েত

কোরআন মেনে গড়লে জীবন মিলবে শাফায়েত!

প্রথম দশে রহমত আর পরের দশে ক্ষমা

শেষ দশকে পাবে রে ভাই দোযখ থেকে ফানা!

নফল কাজে ফরজের সওয়াব, ফরজে সত্তর গুণ

এ মাসে ভাই সওদা কর শুনরে মুমিন শোন!

আত্মশুদ্ধির মাস রমজান এটাই সুযোগ তোর

হিংসা বিদ্বেষ লোভ অহংকার কররে সবাই দূর!

নামাজ রোজা জিকির আজগার কররে লোকে ক্ষমা

এই দুনিয়ায় মিলবে তোমার বেহেশতী ছামানা!

আরও যদি দাও রে যাকাত ফেতরা হিস্যা করে

গরীব দুঃখী থাকবেনা কেউ পাবেনা কোন ঘরে!

খোদার কালাম পড় সবে ওহে মুমিনগণ

আলোয় আলোয় ভরে যাবে ছোট্ট এই জীবন!

ধর্ম তো ভাই অধর্ম নয় সবই সৃষ্টি সেবা

সৃষ্টিরে তুই করলে ভজন মিলবে খোদার রেবা!

ঈমান আমল সোজা কর চল হকের পথে

জীবন পথে করলে সবর মুক্তি কিয়ামতে!

এই দুনিয়ায় সব মুসাফির থাকবেনা রে কেহ

অচীন পাখি যাবে চলে রইবে মাটির দেহ!

ধন সম্পদ বিদ্যা বুদ্ধি সবই আমানত

পরের তরে না বিলালে হবে খেয়ানত!

নামাজ পড় খোদার রাহে জবান হেফাজত

অঙ্গীকার পূর্ণ কর যদি হও উম্মত!

ইসলাম মানে শান্তি, শান্তি সেথায় পাও

খোদার হুকুম মানলে পরে অশান্তি উধাও!

মোয়ামেলা মোয়াসেরা সে-তো মানব তরে

আখলাকুন নবী হলে স্বর্গ আসে ঘরে!

আল্লাহর উপর ঈমান আনো সবই করেন তিনি

আমরা শুধু হুকুমের দাস যেনো তাঁকেই মানি!

এই দুনিয়া খেল তামাশা বৈ-তো কিছুই নয়

শূন্য হাতে আসলে ভবে শূন্যতে বিদায়!

দুঃখ কষ্ট ব্যাথা বেদন নিজ হাতে কামাই

ভালো পথে চললে পরে হয় সবের বিদায়!

আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ মেহেরবান

সৃষ্টি সেরা মানুষেরে দিয়েছেন পয়গাম-

'হে মানুষ! তোমরা যদি আমার পথে চল,

আমিই তোমার সহায় হবো রুখবে কে আর বল!

এই দুনিয়ার আমিই মালিক আমিই সবার খোদা

শয়তান চাহে বিপথে যাও এটাই তার ওয়াদা!

শয়তানেরে দিলে আড়ি আর যে বিপদ নাই

আমার রহম তোমার 'পরে থাকবে সর্বদাই!

ওহে মানুষ! আমিই শুধু 'কুন ফায়াকুন' জাত,

সকল কিছু সৃষ্টি আমার আবার হবে রে নিপাত!

তোমায় বহুত যতন করে সৃষ্টি দিলাম ভবে

আশরাফুল মাখলুকাতে নীচ কেন কর তবে?

যুগে যুগে নবী-রাসুল সব তোমাদের তরে

আমার বাণী পাঠিয়েছি পড় হৃদয় ভরে!

যদি তুমি কোশেশ কর জান-মাল দাও বিলে

হেদায়েতের সকল দুয়ার দিব তোমায় খুলে!

আমি খোদা আমিই রব আমার কথার হয়না ব্যতিক্রম

দুই জাহানেই হবে সুখী এই আমার পয়গাম!'


কবি পরিচিতি: জেলা প্রশাসক, সাতক্ষীরা।

(৮ মার্চ (৮ রমজান), ২০২৫; সাতক্ষীরা)

Recent Posts

See All
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page